জামতারা, ৫ নভেম্বর : ঝাড়খণ্ডের জামতারা জেলায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক হোমগার্ড জওয়ানের। রবিবার সকালে জামতারা রেলওয়ে সাইডিংয়ে এই দুর্ঘটনা ঘটে। কয়লা চুরির পাহাড়া হিসেবে দায়িত্ব পালন করছিলেন এই হোমগার্ড, তখনই ট্রেন আসলে দুর্ঘটনাটি ঘটে। মৃত হোমগার্ডের নাম উদিত সিং।
জানা গিয়েছে, উদিত সিং রবিবার সকালে কয়লা চুরি করতে আসা শতাধিক কয়লা চোরকে ধরে তাদের সেখান থেকে তাড়িয়ে দেন। সেসময়ই একটি ট্রেন আচমকাই চলে আসলে ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। গত এক মাস ধরে রেলওয়ে সাইডিংয়ে নাইট ডিউটি করছিলেন উদিত। রেলওয়ে সাইডিং থেকে ট্রেনটি রেলওয়ে রেকে বোঝাই করার পরে তার নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় আরপিএফ ও হোম গার্ড জওয়ানদের ওপর। হোমগার্ড জওয়ানরা তাদের সহকর্মী উদিতের মৃত্যুর ফলে তাঁর পরিবারের জন্য সরকারী চাকরির দাবি জানিয়েছেন। হোমগার্ডের জওয়ানরা অভিযোগ করেছেন, এত বড় রেললাইন সাইডিংয়ে নিরাপত্তার জন্য হোমগার্ড জওয়ানদের মোতায়েন করা হয়েছে। কিন্তু এই গুরুদায়িত্ব পালনের জন্য কোনও সুযোগ-সুবিধা দেওয়া হয়নি।