Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Jharkhand

1 year ago

Amit Shah:ঝাড়খণ্ডে শুধুমাত্র মুখ্যমন্ত্রী পরিবর্তন নয়, বিজেপি সরকারও আনতে হবে : অমিত শাহ

Amit Shah
Amit Shah

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ঝাড়খণ্ডে পরিবর্তনের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। ঝাড়খণ্ডের রাঁচির সাহিবগঞ্জে বিজেপির পরিবর্তন যাত্রায় বক্তব্য রেখে অমিত শাহ বলেছেন, "ঝাড়খণ্ড বিজেপি পরিবর্তন যাত্রা শুরু করছে। এই যাত্রা ঝাড়খণ্ডের গ্রামে গ্রামে পৌঁছে পরিবর্তনের বার্তা দেবে। আমাদের এই দুর্নীতিগ্রস্ত সরকারকে অপসারণ করতে হবে এবং এমন একটি সরকার আনতে হবে যা দুর্নীতি বন্ধ করবে।"

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পরিবর্তন নয়, জেএমএম এবং কংগ্রেসের পরিবর্তে বিজেপি সরকার আনতে হবে। অমিত শাহ বলেছেন, "কৃষকদের আয় বাড়ানো নরেন্দ্র মোদীর সরকার এখানে আনতে হবে। আমার তরুণ আদিবাসী ভাই-বোনেরা কাজের জন্য এখান থেকে সারা দেশে যায়। এর বদলে সাঁওতাল পরগণায় কর্মসংস্থান আনবে এমন সরকারকে এখানে আনতে হবে। আমরা শুধু মুখ্যমন্ত্রী বদলাতে চাই না, ঝাড়খণ্ড বদলাতে চাই।বছর দু’দিনের পূজা পরিক্রমা করার সিদ্ধান্ত নিয়েছেন পরিবহণ নিগমের পরিচালকরা।

You might also like!