Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Jharkhand

1 year ago

Hemant Soren:আস্থাভোটে জিতে আত্মবিশ্বাসী হেমন্ত, অধ্যক্ষকেও জানালেন ধন্যবাদ

Hemant Soren
Hemant Soren

 

রাঁচি, ৮ জুলাই : ঝাড়খণ্ড বিধানসভায় আস্থাভোটে জিতে আত্মবিশ্বাস বাড়লো মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। আস্থাভোটে জয়ের পর অধ্যক্ষ এবং শাসক দলের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত। সোমবার আস্থাভোটে জয়ী হওয়ার পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন, "২০১৯ সাল থেকে আমরা ধারাবাহিকভাবে সাংবিধানিক পদ্ধতি অনুসরণ করে চলেছি এবং আজ আবারও আপনারা সবাই ক্ষমতাসীন দলের শক্তি ও ক্ষমতা দেখতে পেয়েছেন। আমার পক্ষ থেকে, আমি স্পিকার এবং ক্ষমতাসীন দলের সকল সম্মানিত সদস্যকে ধন্যবাদ জানাই।"

উল্লেখ্য, সোমবারই আস্থাভোটে জিতে গিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। হেমন্ত সোরেন সরকারের পক্ষে ভোট দিয়েছেন ৪৫ জন বিধায়ক। ৮১-সদস্যের বিধানসভায় ৪৫ জন বিধায়ক আস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। নির্দল বিধায়ক সর্যু রায় ভোট প্রক্রিয়ায় অংশ নেননি। সম্প্রতি জমি কেলেঙ্কারি মামলায় ঝাড়খণ্ড হাইকোর্টে জামিন পেয়েছেন হেমন্ত সোরেন। এরপর তিনি ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। আর সোমবার আস্থাভোটের মুখোমুখি হন হেমন্ত সোরেন। ৪৫ জন বিধায়কের সমর্থনে আস্থাভোটে সহজেই জিতে যায় হেমন্ত সোরেন সরকার।

You might also like!