Breaking News
 
F-35 crash:ক্যালিফোর্নিয়ার আকাশে ভয়াবহ দুর্ঘটনা, ভস্মীভূত মার্কিন এফ-৩৫ জেট Nabanna: নাইট শিফটে মহিলা কর্মীদের সুরক্ষায় গাইডলাইন আনতে চলেছে রাজ্য সরকার, প্রস্তুত খসড়া প্রস্তাব! President Droupadi Murmu to visit West Bengal: কল্যাণী এইমসের সমাবর্তনে যোগ দিতে আজ বাংলায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যাবেন দক্ষিণেশ্বরেও! New York shooting: মিডটাউন ম্যানহাটনে বন্দুকবাজের হামলায় নিহত ৪, মৃতদের মধ্যে পুলিশ অফিসারও; আততায়ী নিকেশ! CM Mamata Benerjee: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ফের সরব মুখ্যমন্ত্রী, বোলপুর প্রশাসনিক বৈঠকে উন্নয়নের রূপরেখা স্থির! Thailand-Cambodia Conflict: দক্ষিণ-পূর্ব এশিয়ায় উত্তেজনার বিস্ফোরণ — থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে প্রাণ গেল ১২ জনের!

 

Jharkhand

1 year ago

Hemant Soren:আস্থাভোটে জিতে আত্মবিশ্বাসী হেমন্ত, অধ্যক্ষকেও জানালেন ধন্যবাদ

Hemant Soren
Hemant Soren

 

রাঁচি, ৮ জুলাই : ঝাড়খণ্ড বিধানসভায় আস্থাভোটে জিতে আত্মবিশ্বাস বাড়লো মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। আস্থাভোটে জয়ের পর অধ্যক্ষ এবং শাসক দলের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত। সোমবার আস্থাভোটে জয়ী হওয়ার পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন, "২০১৯ সাল থেকে আমরা ধারাবাহিকভাবে সাংবিধানিক পদ্ধতি অনুসরণ করে চলেছি এবং আজ আবারও আপনারা সবাই ক্ষমতাসীন দলের শক্তি ও ক্ষমতা দেখতে পেয়েছেন। আমার পক্ষ থেকে, আমি স্পিকার এবং ক্ষমতাসীন দলের সকল সম্মানিত সদস্যকে ধন্যবাদ জানাই।"

উল্লেখ্য, সোমবারই আস্থাভোটে জিতে গিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। হেমন্ত সোরেন সরকারের পক্ষে ভোট দিয়েছেন ৪৫ জন বিধায়ক। ৮১-সদস্যের বিধানসভায় ৪৫ জন বিধায়ক আস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। নির্দল বিধায়ক সর্যু রায় ভোট প্রক্রিয়ায় অংশ নেননি। সম্প্রতি জমি কেলেঙ্কারি মামলায় ঝাড়খণ্ড হাইকোর্টে জামিন পেয়েছেন হেমন্ত সোরেন। এরপর তিনি ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। আর সোমবার আস্থাভোটের মুখোমুখি হন হেমন্ত সোরেন। ৪৫ জন বিধায়কের সমর্থনে আস্থাভোটে সহজেই জিতে যায় হেমন্ত সোরেন সরকার।

You might also like!