রাঁচি, ৮ জুলাই : ঝাড়খণ্ড বিধানসভায় আস্থাভোটে জিতে আত্মবিশ্বাস বাড়লো মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। আস্থাভোটে জয়ের পর অধ্যক্ষ এবং শাসক দলের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত। সোমবার আস্থাভোটে জয়ী হওয়ার পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন, "২০১৯ সাল থেকে আমরা ধারাবাহিকভাবে সাংবিধানিক পদ্ধতি অনুসরণ করে চলেছি এবং আজ আবারও আপনারা সবাই ক্ষমতাসীন দলের শক্তি ও ক্ষমতা দেখতে পেয়েছেন। আমার পক্ষ থেকে, আমি স্পিকার এবং ক্ষমতাসীন দলের সকল সম্মানিত সদস্যকে ধন্যবাদ জানাই।"
উল্লেখ্য, সোমবারই আস্থাভোটে জিতে গিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। হেমন্ত সোরেন সরকারের পক্ষে ভোট দিয়েছেন ৪৫ জন বিধায়ক। ৮১-সদস্যের বিধানসভায় ৪৫ জন বিধায়ক আস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। নির্দল বিধায়ক সর্যু রায় ভোট প্রক্রিয়ায় অংশ নেননি। সম্প্রতি জমি কেলেঙ্কারি মামলায় ঝাড়খণ্ড হাইকোর্টে জামিন পেয়েছেন হেমন্ত সোরেন। এরপর তিনি ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। আর সোমবার আস্থাভোটের মুখোমুখি হন হেমন্ত সোরেন। ৪৫ জন বিধায়কের সমর্থনে আস্থাভোটে সহজেই জিতে যায় হেমন্ত সোরেন সরকার।