Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

Jharkhand

2 years ago

Chief Minister Hemant Soren :ছট উৎসবে উপলক্ষ্যে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন

Chief Minister Hemant Soren
Chief Minister Hemant Soren

 

রাঁচি, ১৯ নভেম্বর  : ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন রবিবার ছট উৎসবে সকলকে অভিনন্দন জানিয়েছেন। মুখ্যমন্ত্রী রবিবার এক্স-এ পোস্ট করে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। তিনি এক্স-এ লিখেছেন, "লোকবিশ্বাস ও সূর্য পুজোর মহা উৎসব ছট উপলক্ষে অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হবে। এই শুভ উৎসব উপলক্ষে সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ। ভগবান ভাস্কর ও ছাঠি মাইয়া সবাইকে সুস্থ জীবন, সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রদান করুক এই কামনা করি। জয় ছাঠি মাইয়া"।

You might also like!