রাঁচি, ২ ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুক্রবার রাঁচির সিধু কানহু উদ্যান পার্কে গিয়ে চম্পই সোরেন সিধু-কানহুকে শ্রদ্ধা জানান। পার্কে শহীদ সিধু-কানহুর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী। এরপর মুখ্যমন্ত্রী রাঁচির বিরসা চকে অবস্থিত বিরসা মুণ্ডার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আগে চম্পই সোরেন বলেছিলেন যে রাজ্যের সর্বাত্মক উন্নয়নের জন্য হেমন্ত সোরেনের শুরু করা কাজ তিনি এগিয়ে নিয়ে যাবেন। বিগত সরকারের শুরু করা উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে তিনি কাজ করবেন বলেও জানান। তিনি আরও বলেন, বিরোধীরা ঝাড়খণ্ডকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তবে আমাদের জোটই আমাদের শক্তি। একসঙ্গে সকলে মিলে আমরা এই রাজ্যকে একটি নতুন দিকনির্দেশ দেব। জনগণের আশা-আকাঙ্খা অনুযায়ী কাজ করব। আমাদের সরকার রাজ্যের সব বিভাগ ও সম্প্রদায়ের জন্য কাজ করবে বলেও তিনি এদিন প্রতিশ্রুতি দেন।