Breaking News
 
Nabanna: নাইট শিফটে মহিলা কর্মীদের সুরক্ষায় গাইডলাইন আনতে চলেছে রাজ্য সরকার, প্রস্তুত খসড়া প্রস্তাব! President Droupadi Murmu to visit West Bengal: কল্যাণী এইমসের সমাবর্তনে যোগ দিতে আজ বাংলায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যাবেন দক্ষিণেশ্বরেও! New York shooting: মিডটাউন ম্যানহাটনে বন্দুকবাজের হামলায় নিহত ৪, মৃতদের মধ্যে পুলিশ অফিসারও; আততায়ী নিকেশ! CM Mamata Benerjee: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ফের সরব মুখ্যমন্ত্রী, বোলপুর প্রশাসনিক বৈঠকে উন্নয়নের রূপরেখা স্থির! Thailand-Cambodia Conflict: দক্ষিণ-পূর্ব এশিয়ায় উত্তেজনার বিস্ফোরণ — থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে প্রাণ গেল ১২ জনের! Russian Plane Crash: আকাশেই অদৃশ্য, পরে ধ্বংসস্তূপে মিলল নিখোঁজ রুশ বিমান –৫০ যাত্রীর হতাহতের আশঙ্কা!

 

Jharkhand

10 months ago

Hatiya Railway Station incident : হাতিয়া রেলওয়ে স্টেশনে মাদক-সহ ধৃত এক

RPF arrested with drugs (symbolic picture)
RPF arrested with drugs (symbolic picture)

 

রাঁচি, ২৫ সেপ্টেম্বর : ঝাড়খন্ডের হাতিয়া রেলওয়ে স্টেশন থেকে মাদকসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)। ধৃতের নাম শুভম কুমার। তিনি বিহারের বৈশালীর বাসিন্দা । সাব-ইন্সপেক্টর দীপক কুমার বুধবার জানিয়েছেন, দুর্গাপূজাকে সামনে রেখে, আরপিএফের বিভাগীয় নিরাপত্তা কমিশনার পবন কুমার ট্রেনগুলিতে তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছেন। এই ধারাবাহিকতায়, আরপিএফ হাতিয়া স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনক অবস্থায় একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে তার জিনিসপত্র তল্লাশি করে। সেই সময় তার ব্যাগ থেকে ২৪টি মদের বোতল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানায়, সে মদের বোতল ট্রেনে করে বিহারে নিয়ে যাচ্ছিল বেশি দামে বিক্রি করার জন্য। এরপর বাজেয়াপ্ত মদ ও অভিযুক্তদের আবগারি দফতরের কাছে হস্তান্তর করা হয়।

You might also like!