দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারিকে বরখাস্ত করেছেন। এই পদে দেশটির বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধানকে নিয়োগ দিয়েছেন জেলেনস্কি। গতকাল মঙ্গলবার এই রদবদলের ঘটনা ঘটে। এর আগে গত মাসে দেশটির সেনাবাহিনীর শীর্ষ পর্যায়েও রদবদল করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের বিদায়ী সেক্রেটারির নাম ওলেকসি দানিলভ। তিনি ২০১৯ সালের অক্টোবর থেকে এই পদে ছিলেন। এর মাত্র চার মাস আগেই ইউক্রেনের প্রেসিডেন্টের দায়িত্ব নেন জেলেনস্কি।গতকাল রাতে দেওয়া ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, দানিলভকে নতুন দায়িত্ব দেওয়া হবে। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।
জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারির পদ থেকে দানিলভকে সরিয়ে দেওয়ার কারণ বলেননি জেলেনস্কি। তবে তিনি বলেছেন, ইউক্রেনকে শক্তিশালী করাসহ রাষ্ট্রব্যবস্থার সব ক্ষেত্রে নবায়নের কাজ চলবে।
দানিলভের স্থলাভিষিক্ত হয়েছেন দেশটির বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধানের দায়িত্ব পালন করে আসা ৫১ বছর বয়সী ওলেকসান্দর লিটভিনেনকো।জেলেনস্কি তাঁর ভাষণে বলেন, বৈদেশিক গোয়েন্দাপ্রধান হিসেবে লিটভিনেনকোর যে অভিজ্ঞতা, তা তিনি নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে কাজে লাগাবেন।
ইউক্রেনের প্রেসিডেন্টের অধীনে থাকা জাতীয় নিরাপত্তা পরিষদ দেশটির নিরাপত্তা ও প্রতিরক্ষাসংক্রান্ত বিষয়গুলোর ক্ষেত্রে সমন্বয়কের ভূমিকা পালন করে। ইউক্রেনের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, নিরাপত্তা-প্রতিরক্ষাপ্রধানদের নিয়ে এই পরিষদ গঠিত।গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধানের পদে বদল আনেন জেলেনস্কি। জেনারেল ভ্যালেরি জালুঝনিকে সরিয়ে তাঁর স্থলাভিষিক্ত করা হয় ওলেকসান্দর সিরস্কিকে।