দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইরানের অব্যাহত হুমকির মধ্যে ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় গতকাল বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ‘ইসরায়েলের নিরাপত্তা সুরক্ষিত করতে আমরা সবকিছু করব।’
গতকাল হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় বাইডেনের সঙ্গে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এ সময় বাইডেন বলেন, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আমি যেমনটি বলেছি, ইরান ও দেশটির সমর্থিত গোষ্ঠীগুলোর এই হুমকির বিপরীতে ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় আমাদের প্রতিশ্রুতি লৌহবর্মের মতো।’
১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। হামলায় ভবনটি বিধ্বস্ত হওয়া ছাড়াও ইরানের কয়েকজন কর্মকর্তা নিহত হন। এরপর থেকে হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে।
এদিকে বাইডেন এমন সময়ে এ মন্তব্য করলেন, যখন আগের দিন মঙ্গলবার প্রকাশিত একটি সাক্ষাৎকারে তিনি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধ কৌশলের সমালোচনা করেছিলেন। একই সঙ্গে উপত্যকাটিতে যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছিলেন। বাইডেন বলেন, ‘আমি মনে করি তিনি ভুল করছেন।’
গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে উপত্যকাটিতে ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলার শুরু থেকে ইসরায়েলকে সমর্থন দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। অস্ত্র দিয়েও সহায়তা করেছে। এর পাশাপাশি গাজায় যুদ্ধবিরতির চেষ্টায় তৎপর রয়েছে বাইডেন সরকার। উপত্যকাটির দক্ষিণে রাফা এলাকায় ইসরায়েলের সম্ভাব্য হামলার বিরোধিতাও করে আসছে তারা।