তিয়ানজিন, ৩১ আগস্ট: চিনে পৌঁছলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন চার দিনের সফরের শুরুতে রবিবার চিনে পৌঁছেছেন। রাষ্ট্রপতি পুতিন প্রথমে উত্তর চিনের বন্দর নগরী তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) দুই দিনের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও-তে ১০টি সদস্য দেশ রয়েছে। ভারত ছাড়াও রয়েছে বেলারুশ, চিন, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। এসসিও সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।