International

1 year ago

Ukraine Indenpence day : ইউক্রেনের স্বাধীনতা দিবসে রাশিয়ার বিরুদ্ধে আপসহীন যুদ্ধের হুঁশিয়ারি জেলেনস্কির

Today Ukraine Indenpence day today
Today Ukraine Indenpence day today

 

কিয়েভ, ২৪ আগস্ট  : ইউক্রেনের ‘পুনর্জন্ম’ হল। কোনও অবস্থাতেই রাশিয়ার সঙ্গে ‘আপস’ নয়। বুধবার দেশের ৩১-তম স্বাধীনতা দিবসে এই ভাষাতেই নাগরিকদের উদ্বুদ্ধ করলেন প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি। ঘটনাচক্রে এদিনই ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ৬ মাস পূর্ণ হল। ১৯৯১ সালে কমিউনিস্ট শাসনের অবসান ও সোভিয়েতের পতনে স্বাধীন দেশ হিসেবে মাথা তুলে দাঁড়ায় ইউক্রেন।

অন্যান্যবার সমারোহ করে স্বাধীনতা দিবস পালিত হলেও এবার রুশ হানার আতঙ্কে অনুষ্ঠান বাতিল করা হয়েছে। কিন্তু, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের নাগরিকদের মনোবল বাড়াতে জেলেনস্কি জাতির উদ্দেশে ভাষণ দেন।

আবেগভরা গলায় তিনি বলেন, রুশ হানার সঙ্গে সঙ্গে ইউক্রেনের পুনর্জন্ম হয়েছে। রুশ হানার আশঙ্কায় এদিন ইউক্রেনের রাজধানী কিয়েভে যাবতীয় আনন্দানুষ্ঠান বাতিল করা হয়। খারকিভ, মাইকোলিভেও জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে। জেলেনস্কি আরও বলেছেন, অধিকৃত ক্রিমিয়া যে কোনও মূল্যে পুনর্দখল করবেন তিনি। স্বাধীনতা দিবস উপলক্ষে ইউক্রেন ইতিমধ্যেই ইউরোপের সমর্থন ও অভিনন্দন পেয়েছে। জার্মান চ্যান্সেলর ওলফ স্কোলজ রুশ হামলায় বিধ্বস্ত ইউক্রেনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।


You might also like!