Breaking News
 
India’s Modi, Bangladesh’s Yunus:‘ভারতবিরোধী প্রচারই কাঁটা!’ দিল্লির সঙ্গে সম্পর্ক মেরামতে বড় বাধা কবুল করল ইউনূস প্রশাসন Coca-Cola:কোকা-কোলার বড় ঘোষণা! ২০২৫-এর শুরুতেই ব্যাপক কর্মী ছাঁটাই, কত শতাংশের ওপর পড়বে কোপ? Air India: এয়ার ইন্ডিয়ায় তুলকালাম! যাত্রীর নাকে ঘুষি মারার অভিযোগ পাইলটের বিরুদ্ধে, বড় পদক্ষেপ নিল বিমান সংস্থা Suvendu and Abhijit: শুভেন্দু-অভিজিৎ দ্বৈরথে ইতি? প্রশংসা শুনেই শুরু জল্পনা—বিজেপির অন্দরে কি বরফ গলছে? Mithun Chakraborty:এবার ময়দানে মহাগুরু! হিন্দু হত্যা নিয়ে কড়া বার্তা মিঠুনের—‘বেশি বাড়াবাড়ি করলে গুঁতো খাওয়া কেউ আটকাতে পারবে না’ SIR in West Bengal:ভোটার তালিকায় কোপ পড়লে এবার সরাসরি পাল্টা লড়াই! কমিশনের পদক্ষেপে ক্ষুব্ধ তৃণমূল, পথে নামার হুঁশিয়ারি

 

International

1 year ago

Pension In Taiwan: বাবার দেহ বহু বছর ধরে লুকিয়ে রাখল মেয়ে! কিন্তু কেন?

The girl hid the body of her father for many years!
The girl hid the body of her father for many years!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পেনশনের এক লাখ পঁচিশ হাজার টাকা পাওয়ার জন্য বছরের পর বছর ধরে বাবার মরদেহ লুকিয়ে রেখেছিল মেয়ে। মর্মান্তিক এই ঘটনাটি তাইওয়ানের। তবে এখনও পর্যন্ত ওই মহিলার পরিচয় প্রকাশ করা হয়নি।

বাবার দেহ বাড়িতে নিয়েই প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে ওই মহিলা বসবাস করছিলেন বলে জানা গিয়েছে। গত বছর নভেম্বর মাসে ওই মহিলার বাড়িতে ডেঙ্গু প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পৌঁছন স্বাস্থ্যকর্মীরা। অভিযোগ, সেই সময় স্বাস্থ্য কর্মীদের নিজের বাড়িতে ঢুকতে বাধা দিয়েছিলেন ওই মহিলা। এই কারণে ৬০ হাজার নিউ তাইওয়ান ডলার জরিমানাও হয় তাঁর। তবে বাড়িতে ঢুকতে না দেওয়ায় সন্দহ হয় কর্তৃপক্ষের।

এরপর থেকে বার বারই স্বাস্থ্যকর্মীদের বাড়িতে প্রবেশে বাধা দেন ওই মহিলা। এতে সন্দেহ আরও গাঢ় হতে থাকে। শেষপর্যন্ত বিষয়টি পুলিশ পর্যন্ত গড়ায়। পুলিশ কর্মকর্তারা জিজ্ঞাসাবাদের সময় ওই মহিলার কাছে তার বাবার সম্পর্কে জানতে চায়। প্রথমে ওই মহিলা প্রাথমিকভাবে দাবি করে যে তার বাবা নার্সিংহোমে ভর্তি রয়েছেন।

সন্দেহ হওয়ায় পুলিশ মহিলাকে আরও চাপ দিতেই পুরো বয়ান বদলে ফেলেন মহিলা। এরপর পুলিশকে তিনি জানান, বাবাকে তার ভাই কাওশিউং শহরথেকে মূল ভূখণ্ড অর্থাৎ চিনে নিয়ে গিয়েছে। পুলিশ তার দাবি অনুযায়ী খোঁজখবর নেওয়া শুরু করে এবং জানতে পারে মহিলার ভাই ৫০ বছর আগেই মারা গিয়েছে। একইসঙ্গে তার বাবার তাইওয়ান ছাড়ার কোনও প্রমাণও পাওয়া যায়নি।

তবে এতোকিছুর পরও ওই মহিলা নতুন করে মিত্যে গল্প পুলিশকে শোনায়। মহিলা এরপর দাবি করে, মূল ভূখণ্ডে তার বাবার মৃত্যু হয়েছে। সেখান থেকে কোনো মৃতদেহ নিতে পারেনি।

এরপর তদন্তে পুলিশ জানতে পারে ওই মহিলার বাবা অনেক বছর আগেই মারা গিয়েছেন। একজন ফরেন্সিক বিশেষজ্ঞ জানিয়েছেন, একটি দেহ সাধারণত কঙ্কালের অবশেষে পচে যেতে এক থেকে দুই বছর সময় নেয়।

সামরিক বাহিনীতে ২০ বছরেরও বেশি সময় ধরে ওই মহিলারবাবা কাজ করেছেন। পদ ও চাকরি ইতিবৃত্ত অনুযায়ী তিনি মাসিক বেতন পেতেন। তাইওয়ানে সামরিক বাহিনীতে চাকরি করা নাগরিকেরা চাকরির শেষে সাধারণত মাসে গড়ে ৪৯ হাজার ৩৭৯ নিউ তাইওয়ান ডলার পেয়ে থাকেন।

মহিলার বাবার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। ওই মহিলা তার বাবার মরদেহ লুকিয়ে রাখার বাইরেও কোনো গুরুতর অপরাধ করেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে সেটাও।

তাইওয়ানের আইন অনুযায়ী, মরদেহের ক্ষতি করা, পেলে যাওয়া, অবমাননা করা বা চুরি করার অপরাধে বড় অঙ্কের জরিমানাসহ পাঁচ বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে। এই ধরণের অপরাধের সঙ্গে সরাসরি আত্মীয় বা ঘনিষ্ঠ কেউ জড়িত থাকলে সজা দেড়গুণ পর্যন্ত বাড়ানো হতে পারে।

পুলিশি তত্ত্বাবধানে ওই মহিলা আপাতত চিকিৎসাধীন রয়েছেন।

You might also like!