International

1 year ago

Om Birla : লোকসভার স্পিকার বিড়লার সঙ্গে দেখা করেছে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল

South African delegation met Lok Sabha Speaker Birla
South African delegation met Lok Sabha Speaker Birla

 

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি  : দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মাখুলেকো হালেঙ্গুয়ার নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল শুক্রবার সংসদ ভবন কমপ্লেক্সে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করেন। এই সময় সংসদীয় কূটনীতি, জি২০ গ্রুপের ভারতের সভাপতিত্ব, সংসদীয় কার্যকারিতা এবং কমিটি ব্যবস্থার মতো বিষয়গুলি লোকসভার স্পিকার এবং প্রতিনিধি দলের মধ্যে আলোচনা করা হয়।

আলোচনার সময় বিড়লা বলেন, ভারতের পাবলিক অ্যাকাউন্টস কমিটি হল সংসদের প্রাচীনতম আর্থিক কমিটি। যা ১০২ বছর আগে ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ২০২১ সালে ভারতীয় সংসদে পাবলিক অ্যাকাউন্টস কমিটির শতবর্ষ বর্ষ উদযাপন করা হয়েছিল। বিড়লা বলেন, সংসদীয় কমিটিগুলি কার্যনির্বাহী বিভাগের জবাব নিশ্চিত করে সংসদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। তিনি আরও বলেন, আর্থিক নিয়ন্ত্রণ হল কার্যকর উপায়গুলির মধ্যে আইনসভা কার্যনির্বাহী বিভাগের উপর নজর রাখে এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির এই কাজে অগ্রণী ভূমিকা রয়েছে।

বিড়লা এই প্রসঙ্গে আরও বলেন, সরকারের আর্থিক অবস্থা নিশ্চিত করার পাশাপাশি পাবলিক অ্যাকাউন্টস কমিটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দিকে নীতি প্রণয়নে সরকারকে গাইড করে।

You might also like!