International

1 year ago

Russia : সশস্ত্র বাহিনীতে 'বড় পরিবর্তন' আনছে রাশিয়া

Russia is bringing 'major changes' to the armed forces
Russia is bringing 'major changes' to the armed forces

 

মস্কো, ২৪ জানুয়ারি : দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীতে ‘বড় পরিবর্তন’ আনছে রাশিয়া। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছে রুশ চিফ অফ দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসতকারে । তিনি বলেন, একইসঙ্গে এর মাধ্যমে রাশিয়ার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অগ্রগতির শর্ত তৈরি করা হবে - রুশ চিফ অফ দ্য জেনারেল যোগ করেন।

পরিকল্পনা অনুযায়ী, রাশিয়ার সুপ্রিম কমান্ডার-ইন-চীফের অনুমোদিত পরিকল্পনার অধীনে, সামরিক জেলা হিসেবে মস্কো ও লেনিনগ্রাদকে তৈরি করা হবে। গেরাসিমভ বলেন, ইউক্রেনের খেরসন ও জাপোরোঝিয়ে অঞ্চলে তিনটি মোটরচালিত রাইফেল বিভাগ গঠন করা হবে। একইসঙ্গে কারেলিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি সেনা কর্পস তৈরি করা হবে। এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছিল, রাশিয়া তার সামরিক কর্মীদের সংখ্যা ১৫ লাখে উন্নীত করেছে। এর কারণে বাহিনীতে পরিবর্তনগুলো ঘটবে।এ প্রসঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, ‘সশস্ত্র বাহিনীর মূল কাঠামোগত উপাদানগুলো শক্তিশালী করার মাধ্যমেই রাষ্ট্রের সামরিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।’

You might also like!