International

4 weeks ago

India-Australia Ties: অস্ট্রেলিয়ায় অ্যান্থনির সঙ্গে সাক্ষাৎ রাজনাথের, প্রতিরক্ষা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত

Rajnath Singh meets Australian PM Anthony Albanese
Rajnath Singh meets Australian PM Anthony Albanese

 

ক্যানবেরা ও নয়াদিল্লি, ৯ অক্টোবর : প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ক্যানবেরার পার্লামেন্ট ভবনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে স্বাগত ও সম্মান জানাতে অস্ট্রেলিয়ান পার্লামেন্টে সে দেশের এক পরম্পরার আয়োজন করা হয়।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেসের উপস্থিতিতে এদিন ভারত ও অস্ট্রেলিয়া গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। রাজনাথ সিং টুইট করে জানিয়েছেন, "ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে চমৎকার সাক্ষাৎ হয়েছে। তিনি ভারতের সঙ্গে তাঁর গভীর সম্পর্কের কথা স্নেহের সঙ্গে স্মরণ করেছেন। আমি নিশ্চিত ভারত-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে।"

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ টুইট করে জানান, "অস্ট্রেলিয়া এবং ভারতের প্রতিরক্ষা অংশীদারিত্ব ক্রমশ শক্তিশালী হচ্ছে - বিশ্বাস, অভিন্ন স্বার্থ এবং একটি শান্তিপূর্ণ, সুরক্ষিত এবং সমৃদ্ধ ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি অঙ্গীকারের উপর নির্মিত।"

You might also like!