নয়াদিল্লি ও থিম্পু, ২২ মার্চ: দু''দিনের সফরে ভুটানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে দিল্লি থেকে বিশেষ বিমানে ভুটানের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী মোদী, ২২-২৩ মার্চ ভুটানে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী মোদী নিজেই টুইট করে জানান, "ভুটানের উদ্দেশ্যে রওনা হলাম, যেখানে আমি ভারত-ভুটান অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেব। আমি ভুটানের রাজা মহামহিম চতুর্থ দ্রুক গ্যালপো এবং প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে আলোচনার জন্য মুখিয়ে রয়েছি।" ভুটানের পারো বিমানবন্দরে পৌঁছনোর পর প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিন তোগবে। ছোট ছোট স্কুল পড়ুয়ারাও প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান।
দু''দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার ভুটান রওনা হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী মোদীর। প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে মুখিয়ে ছিল ভুটানও, কিন্তু পারো বিমানবন্দরের আবহাওয়া পরিস্থিতি প্রতিকূল হওয়ার কারণেই সফর স্থগিত করা হয়। কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে দু''টি দেশ প্রধানমন্ত্রীর সফরের নতুন তারিখ স্থির করে, সেই মতো ২২-২৩ মার্চ দু''দিনের সফরে ভুটানের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মোদী।