International

1 year ago

Volcano : সুমেরুর আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত! রয়েছে সুনামির আশঙ্কাও

Mount Semeru volcano alert status rose to highest level
Mount Semeru volcano alert status rose to highest level

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০২১ সালের পর আবার ও রবিবার ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের সুমেরু পর্বতে শুরু হয়েছে ভয়ঙ্কর অগ্নুৎপাত। জাপানের তরফে আশঙ্কা করা হচ্ছে সুনামির ও , এবং সে কারনে গ্রামবাসীদের ইতিমধ্যেই  অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে প্রশাসন।  

স্থানীয়দের আপাতত বিভিন্ন ত্রাণশিবিরে জায়গা করে দেওয়া হয়েছে। এ ছাড়াও পাহাড়ের প্রচুর বাসিন্দা নীচের দিকে নেমে আসছেন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিয়োয় দেখা যাচ্ছে অগ্নুৎপাতের ফলে ছাই এবং গাঢ় কুয়াশায় ছেয়ে গিয়েছে আকাশ।  

মাউন্ট সুমেরুর উচ্চতা ৩ হাজার ৬৭৬ মিটার। ইন্দোনেশিয়ায় সক্রিয় ১৩০টি আগ্নেয়গিরির মধ্যে এটি একটি। এখানে বার বার অগ্নুৎপাতের ইতিহাস রয়েছে। সবচেয়ে ভয়াবহ অগ্ন্যুৎপাত ঘটে ১৯০৯ সালের ২৯ আগস্ট। সে বার প্রায় ৮০০ হেক্টর কৃষিজমি ধ্বংস হয়ে যায়। অগ্ন্যুৎপাতের ফলে মৃত্যু হয় অন্তত ২০০ জনের। 

You might also like!