নয়াদিল্লি, ১৬ মে: আততায়ীর হামলার শিকার হয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। বুধবার সে দেশের রাজধানী ব্রাতিশ্লোভার ১০০ মাইল উত্তর-পূর্বে হ্যান্ডলোভা শহরে ‘হাউস অফ কালচার’ ভবনে তাঁকে নিশানা করে গুলি চালায় এক হামলাকারী। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর ওপর এই হামলায় ব্যথিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, "স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ওপর গুলি চালানোর খবরে গভীরভাবে মর্মাহত। আমি এই কাপুরুষোচিত এবং জঘন্য কাজের তীব্র নিন্দা জানাই এবং প্রধানমন্ত্রী ফিকোর দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত স্লোভাক প্রজাতন্ত্রের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে।"
জানা গিয়েছে, স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ফিকোর দেহে চারটি গুলি লেগেছে। একটি গুলি সরাসরি আঘাত হেনেছে তাঁর পাকস্থলীতে। সঙ্কটজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে।