Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

International

11 months ago

Israel: হেজবোল্লার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইজরায়েলের

Israel accuses Hezbollah of violating the ceasefire
Israel accuses Hezbollah of violating the ceasefire

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  লেবাননে যুদ্ধবিরতির পরদিনই হেজবোল্লার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলল ইজরায়েল। আবার লেবাননের পালটা দাবি, দক্ষিণ লেবাননে ইজরায়েলি ট্যাংক হামলা চালিয়েছে।

১৪ মাস পর  মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ইজরায়েল ও হেজবোল্লা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তার একদিনের মধ্যেই দু’পক্ষই ফের হামলার অভিযোগ তোলায় যুদ্ধবিরতিকে প্রশ্নবিদ্ধ করেছে।ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, সন্দেহভাজনরা বেশ কয়েকটি এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। আবার হেজবোল্লার আইনপ্রণেতা হাসান ফাদলাল্লাহর দাবি, দক্ষিণ লেবাননে তাঁদের লোকজনের ওপর হামলা চালানো হয়েছে।

অভিযোগ, বৃহস্পতিবার সকালে ইজরায়েলি ট্যাংক থেকে মার্কাবা, ওয়াজানি, কাফারচৌবা, খিয়াম, তাইবে এবং মারজায়ুনের আশেপাশের এলাকায় গোলাবর্ষণ করা হয়েছে। যদিও বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী সেই অভিযোগ মানতে চায়নি। ইজরায়েল সরকারের তরফে বাসিন্দাদের লেবানন সীমান্তের কাছাকাছি না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সও।

You might also like!