Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

International

1 year ago

Israel: হেজবোল্লার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইজরায়েলের

Israel accuses Hezbollah of violating the ceasefire
Israel accuses Hezbollah of violating the ceasefire

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  লেবাননে যুদ্ধবিরতির পরদিনই হেজবোল্লার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলল ইজরায়েল। আবার লেবাননের পালটা দাবি, দক্ষিণ লেবাননে ইজরায়েলি ট্যাংক হামলা চালিয়েছে।

১৪ মাস পর  মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ইজরায়েল ও হেজবোল্লা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তার একদিনের মধ্যেই দু’পক্ষই ফের হামলার অভিযোগ তোলায় যুদ্ধবিরতিকে প্রশ্নবিদ্ধ করেছে।ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, সন্দেহভাজনরা বেশ কয়েকটি এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। আবার হেজবোল্লার আইনপ্রণেতা হাসান ফাদলাল্লাহর দাবি, দক্ষিণ লেবাননে তাঁদের লোকজনের ওপর হামলা চালানো হয়েছে।

অভিযোগ, বৃহস্পতিবার সকালে ইজরায়েলি ট্যাংক থেকে মার্কাবা, ওয়াজানি, কাফারচৌবা, খিয়াম, তাইবে এবং মারজায়ুনের আশেপাশের এলাকায় গোলাবর্ষণ করা হয়েছে। যদিও বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী সেই অভিযোগ মানতে চায়নি। ইজরায়েল সরকারের তরফে বাসিন্দাদের লেবানন সীমান্তের কাছাকাছি না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সও।

You might also like!