দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৩১ বছরের মাইকেল নিজের ভুলের কারণেই বড়সড় আর্থিক ক্ষতি করে বসল। সানফ্রান্সিসকোর এই বাসিন্দার পরোপকারী হিসাবেই বেশ নামডাক রয়েছে। চেনা অচেনা কারোর পাশে দাঁড়াতে বা তাঁদের বিপদে ঝাপিয়ে পড়তে দুবার ভাবেন না তিনি। বাড়িতে সদস্য বলতে শুধু স্ত্রী। যা রোজগার করেন তার অর্ধেকটাই বিলিয়ে দেন পরোপকারে।
এই পরোপকারী মনোভাবের কথা জানতে পেরে ম্প্রতি এক স্বেচ্ছাসেবী সংস্থা সাহায্য চায় তাঁর কাছ থেকে। সেই স্বেচ্ছাসেবী সংস্থাবাংলাদেশের বেশ কিছু জেলায় দারিদ্রসীমার নীচে থাকা বাচ্চাদের অন্ন, বস্ত্র এবং পড়াশোনার দায়িত্ব নিয়েছে। এমন সংস্থার উদ্যোগের কথায় খুশি হয়ে মাইকেল সিদ্ধান্ত নেন কিছু টাকা অনুদান দেওয়ার। স্ত্রীর সঙ্গে আলোচনার ভিত্তিতে স্থির করেন ওই সংস্থাকে ১২ হাজার টাকা দেবেন তিনি। ই মতো ওই সংস্থার কাছ থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চান মাইকেল। মাইকেল ভেবেছিলেন, ব্যাঙ্কে গিয়েই টাকা পাঠিয়ে দেবেন তিনি। কিন্তু সময়ের অভাবে ব্যাঙ্কে যাওয়া হয়নি। বাড়ি বসে ফোনের মাধ্যমে অনলাইনে টাকা পাঠাচ্ছিলেন। তখনই ভুলবশত ১২ হাজার টাকার বদলে ১২ লক্ষ টাকা পাঠিয়ে দেন মাইকেল। একটা শূন্য যে বেশি লিখে ফেলেছিলেন সেটা খেয়ালই করেননি তিনি। ব্যাঙ্ক থেকে টাকা কেটে নেওয়ার মেসেজ ঢোকার পর তিনি বুঝতে পারেন, তিনি বড় ভুল করে ফেলেছেন। কিন্তু তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। মাইকেল তাঁর টাকা ফিরে পেয়েছেন কি না, সেটা অবশ্য আর জানা যায়নি।