International

1 year ago

Imran Khan: ইমরানের খুনের অভিযোগ ঘিরে তোলপাড় পাকিস্তান

Imran Khan
Imran Khan

 

ইসলামাবাদ, ২৮ জানুয়ারি : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের লাহোরের বাড়ি থেকে নিরাপত্তা বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে শেহবাজ সরকার। এই ঘটনায় জারদারির দল পাকিস্তান পিপলস পার্টির বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রের অভিযোগ তুললেন ইমরান খান। জানিয়েছেন, প্রথম দু দফায় খুনের পরিকল্পনা বানচাল হওয়ায় এবার তৃতীয়বারের জন্য তাঁকে খুন করার ছক তৈরি করেছেন।ষড়য়ন্ত্রে জারদারি ছাড়াও আছেন আরও দুইজন। তাদের মধ্যে একজন পাকিস্তান পিপলস পার্টির সহকারী প্রতিষ্ঠাতা। জারদারির দলও পাল্টা ইমরানের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর প্রাণঘাতী হামলার পর সরকারের তরফ থেকে তাঁর বাড়ি কড়া নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়। মোতায়েন করা হয় আড়াই শো নিরাপত্তাকর্মী। সরকার সেই নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে। সেই সিদ্ধান্তের পরে পরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণে প্রাক্তন প্রধানমন্ত্রী তাঁর ওপর আত্মঘাতী হামলার সমূহ সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিলেন। ইমরান বলেন, দ্বিতীয়বারের হামলার আগে তিনি বলেছিলেন জারদারি এবং তাঁর দলের লোকেরা তাঁকে খতম করার ষড়যন্ত্র করেছে। সেটা ছিল প্ল্যান এ। সেটা ফাঁস করে দেওয়া প্ল্যান বি। সেই পরিকল্পনায় হামলা হয়েছিল ওয়াজিরাবাদে। সেই হামলায় বেঁচে যাওয়ায় এবার জারদারি এবং তাঁর সাঙ্গোপাঙ্গোরা ফের কোমর বেঁধে মাঠে নেমেছে। খুন করতে টাকা দেওয়া হয়েছে সন্ত্রাসবাদীদের। আর যোগসাজিশে সামিল পাকিস্তানের সরকারি এজেন্সির মাথারা। এদিকে ইমরানের তোলা অভিযোগের প্রেক্ষিতে জারদারির দল অভিযোগ রুজু করেছে। পিপিপি বলেছে, ওই অভিযোগ ভিত্তিহীন। ইমরানের বিরুদ্ধে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে।

You might also like!