Breaking News
 
Parno Mittra: বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক রদবদল, তৃণমূলে যোগ অভিনেত্রী পার্ণোর India’s Modi, Bangladesh’s Yunus:‘ভারতবিরোধী প্রচারই কাঁটা!’ দিল্লির সঙ্গে সম্পর্ক মেরামতে বড় বাধা কবুল করল ইউনূস প্রশাসন Coca-Cola:কোকা-কোলার বড় ঘোষণা! ২০২৫-এর শুরুতেই ব্যাপক কর্মী ছাঁটাই, কত শতাংশের ওপর পড়বে কোপ? Air India: এয়ার ইন্ডিয়ায় তুলকালাম! যাত্রীর নাকে ঘুষি মারার অভিযোগ পাইলটের বিরুদ্ধে, বড় পদক্ষেপ নিল বিমান সংস্থা Suvendu and Abhijit: শুভেন্দু-অভিজিৎ দ্বৈরথে ইতি? প্রশংসা শুনেই শুরু জল্পনা—বিজেপির অন্দরে কি বরফ গলছে? Mithun Chakraborty:এবার ময়দানে মহাগুরু! হিন্দু হত্যা নিয়ে কড়া বার্তা মিঠুনের—‘বেশি বাড়াবাড়ি করলে গুঁতো খাওয়া কেউ আটকাতে পারবে না’

 

International

1 year ago

Fire service in traffic control in Bangladesh:বাংলাদেশে ট্রাফিক নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

Fire service in traffic control in Bangladesh
Fire service in traffic control in Bangladesh

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ছাত্রদের সাথে ঢাকা সহ সারা দেশে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের সদস্য এবং তাদের ভলান্টিয়াররা। ট্রাফিক পুলিশের অনুপস্থিতির ফলে ট্রাফিক ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে সেজন্য রাজধানী ঢাকার ট্রাফিক পয়েন্ট সহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যানবাহন নিয়ন্ত্রণ করছেন তারা আজ সকাল ৮-টা থেকে ফায়ার সার্ভিস ট্রাফিক নিয়ন্ত্রণের কার্যক্রম পরিচালনা করছে বলে প্রতিষ্ঠানটির মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ মাইন উদ্দিনের নির্দেশনা অনুসরণে ফায়ার সার্ভিসের ট্রাফিক নিয়ন্ত্রণের এই কার্যক্রম তত্ত্বাবধান করছেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফট্যানান্ট কর্নেল মহম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

এ বিষয়ে তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হলো মানুষের দুঃসময়ের বন্ধু। ট্রাফিক ব্যবস্থাপনায় এখন একটা শূন্যতা বিরাজমান। তাই আমাদের সদস্য ও ভলান্টিয়ারগণ এই দায়িত্ব পালনে নিয়োজিত।’

উল্লেখ্য, সারা দেশের মোট ২২৭টি ট্রাফিক পয়েন্টে ৬২০ জন ফায়ার ফাইটার এবং ৫৭টি ট্রাফিক পয়েন্টে ২১৫ জন ভলান্টিয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করেছেন।

You might also like!