Breaking News
 
F-35 crash:ক্যালিফোর্নিয়ার আকাশে ভয়াবহ দুর্ঘটনা, ভস্মীভূত মার্কিন এফ-৩৫ জেট Nabanna: নাইট শিফটে মহিলা কর্মীদের সুরক্ষায় গাইডলাইন আনতে চলেছে রাজ্য সরকার, প্রস্তুত খসড়া প্রস্তাব! President Droupadi Murmu to visit West Bengal: কল্যাণী এইমসের সমাবর্তনে যোগ দিতে আজ বাংলায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যাবেন দক্ষিণেশ্বরেও! New York shooting: মিডটাউন ম্যানহাটনে বন্দুকবাজের হামলায় নিহত ৪, মৃতদের মধ্যে পুলিশ অফিসারও; আততায়ী নিকেশ! CM Mamata Benerjee: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ফের সরব মুখ্যমন্ত্রী, বোলপুর প্রশাসনিক বৈঠকে উন্নয়নের রূপরেখা স্থির! Thailand-Cambodia Conflict: দক্ষিণ-পূর্ব এশিয়ায় উত্তেজনার বিস্ফোরণ — থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে প্রাণ গেল ১২ জনের!

 

International

1 year ago

Chaudhry Fawad Hussain: সকলেই চায় মোদীর পরাজয়! একযোগে রাহুল-মমতা-কেজরিকে শুভেচ্ছা প্রাক্তন পাক মন্ত্রীর

Chaudhry Fawad Hussain (File Picture)
Chaudhry Fawad Hussain (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পাকিস্তান ফের একবার ভারতের লোকসভা নির্বাচনে মন্তব্য করে বসল। সে দেশের প্রাক্তন মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেন বলছেন, কেউ চায় না নরেন্দ্র মোদী ফের একবার ভারতের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসুন। এর পাশাপাশি তিনি শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে।

ভারতের বিরোধী দলগুলির প্রতি সমর্থন জানিয়েছেন এই পাক নেতা। তিনি বলেন, 'কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত একসঙ্গে থাকা। তারা একযোগে কট্টরপন্থীদের পরাজিত করতে সক্ষম।'

প্রসঙ্গত মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবাদ মাধ্যমকে একটি সাক্ষাৎকার দেন । সেখানে তিনি বলেন, 'আমি বুঝতে পারছি না কেন একটি বাছাই করা লোকের দল, যাদের আপাতদৃষ্টিতে আমাদের বিরুদ্ধে শত্রুতা রয়েছে, পাকিস্তানের তরফে সমর্থন পাচ্ছে। সেখান থেকে কেন কিছু নির্দিষ্ট লোকের প্রতি সমর্থন দেখানো হচ্ছে? এটা অত্যন্ত গুরুতর বিষয় এবং এটির তদন্ত প্রয়োজন।' মোদীর এই বক্তব্য প্রসঙ্গেই পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হুসেন একাধিক মন্তব্য করেন। তিনি বলেন, 'কাশ্মীর হোক কিংবা বাকি ভারতের মুসলিম নাগরিক, প্রত্যেকেই ধর্মান্ধতার মুখোমুখি হচ্ছেন। ভারতের সাধারণ নির্বাচনে নরেন্দ্র মোদীর পরাজয় প্রয়োজন। পাকিস্তানের সকলেই চায় তিনি নির্বাচনে হেরে যান। এই ধর্মান্ধতা কমলে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতি হবে। পাকিস্তানের অভ্যন্তরে এবং ভারতেও সার্বিকভাবে পরিস্থিতির বদল হবে।'

You might also like!