Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

International

10 months ago

Amazon River: শুকিয়ে যাচ্ছে আমাজন, অশনি সংকেত দেখচেন বিজ্ঞানীরা!

Amazon River (Symbolic Picture)
Amazon River (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  গত কয়েক বছরে বিশ্বের পরিবেশগত আমূল পরিবর্তন হয়ে চলেছে। মূলত বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়াই এর কারণ। এর ফলে একদিকে বাড়ছে বৃষ্টি, অন্যদিকে বাড়ছে খরা। গত কয়েক বছর ধরেই আমাজন নদীর জলস্তর কমছে। এবার খরার প্রকোপে উল্লেখযোগ্যভাবে আমাজনের জল কমে যাচ্ছে। 

আমাজনকে নিয়ে ইতিমধ্যেই বিপদবার্তা শুনিয়েছে ব্রাজিলিয়ান জিওলজিক্যাল সার্ভিস। হিমবাহ গলে যাওয়া থেকে পাহাড়-পর্বত খাটো হয়ে যাওয়া, বিপদের আভাস মিলছে লাগাতার। সেই আবহেই এবার পৃথিবীর বৃহত্তম নদী আমাজনকে নিয়ে ঘোর বিপদ ঘনিয়ে এল। খরা এবং অনাবৃষ্টিতে শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার জোগাড় এই নদী। নদীর জলস্তর নেমেই চলেছে লাগাতার। আমাজন সংলগ্ন উদ্ভিদ, প্রাণী ও প্রকৃতির উপর তার ব্যাপক প্রভাব পরা শুরু করেছে। 

ব্রাজিলের পরিবেশ বিদেরা কয়েক বছর আগেই বিপদের সংকেত দিয়েছিলেন। এবার তা একেবারে দরজায় এসে উপস্থিত। ঐতিহাসিক ভাবে জলস্তর নেমে গিয়েছে। সাধারণ মানুষের পক্ষেও নদীতে নামা, নদীপথ ব্যবহার দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। ব্রাজিলিয়ান জিওলজিক্যাল সার্ভিস জানিয়েছে, একাধিক জায়গায় উদ্বেগজনক ভাবে নেমে গিয়েছে আমাজন নদীর জলস্তর। গত বছর রিও নিগ্রোর গভীরতা যেখানে ২৪ মিটার ছিল, বর্তমানে তা ২১ মিটারে এসে ঠেকেছে। ফলে জলজ প্রাণীরা পড়েছে প্রত্যক্ষ সমস্যায়। তাছাড়াও পণ্য সরবরাহে বাধার সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা । ফলে নদীর পলি তোলার আবেদন জানাচ্ছে তারা। সব মিলিয়ে গভীর সংকটে আমাজন।

You might also like!