কাবুল, ৫ মার্চ: প্রবল বর্ষণ ও তুষারপাতে জেরবার আফগানিস্তান। এখনও পর্যন্ত আফগানিস্তানের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি ও তুষারপাতের কারণে ৩৯ জন মারা গেছেন। আহত হয়েছেন ৩০ জনেরও বেশি।
আফগানিস্তানে গত চার দিন ধরে চলছে ভারী বৃষ্টি। তার সঙ্গে তুষারপাত। পাশাপাশি দোসর হয়েছে তুষার ঝড়ও। এর জেরে দেশটির বিভিন্ন স্থানের সঙ্গে সংযোগকারী বহু রাস্তা সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়েছে । আফগানিস্তানের দুর্যোগ মোকাবিলা দফতরের মুখপাত্র এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, সাম্প্রতিক তুষারপাত এবং বৃষ্টির জেরে ৬৩৭টি বাড়ি ভেঙে পড়েছে। প্রায় ১৪ হাজার গবাদি পশুও মারা গেছে বলে তিনি জানিয়েছেন।