West Bengal

6 months ago

Mamata Banerjee: ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী! মোদির মাঠেই সভা করবেন তিনি

Mamata Banerjee & PM Modi (File Picture)
Mamata Banerjee & PM Modi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত রবিবারই ব্রিগেডের মঞ্চ থেকে ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। আর এর ঠিক পরেই এবার উত্তরবঙ্গ সফরে রওনা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ১৩ মার্চ অর্থাৎ বুধবার শিলিগুড়ির কাওয়া খালি ময়দানে সরকারি প্রশাসনিক সভা করবেন। এই মাঠেই গত শনিবার সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ১৩ মার্চ শিলিগুড়ি থেকে উত্তরবঙ্গের জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। তেমনটাই খবর পাওয়া গিয়েছে নবান্ন সূত্রে। এরই পাশাপাশি উত্তরবঙ্গ জুড়ে রাজনৈতিক সভাও করতে পারেন মুখ্যমন্ত্রী। সেই মতোই নেওয়া হচ্ছে প্রস্তুতি। 

জানা গিয়েছে আগামী ১২ মার্চ মঙ্গলবার জলপাইগুড়ি যাবেন মুখ্যমন্ত্রী। তারপর সেখানে উত্তরকন্যায় থাকবেন তিনি। জলপাইগুড়ি তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ মুখ্যমন্ত্রীর সফরের কথা রবিবার রাতে জানিয়েছেন। বুধবার অর্থাৎ ১৩ মার্চ তিনি ফুলবাড়ি যাবেন ফুলবাড়ির ভিডিওকন ময়দানে সরকারি কর্মসূচি রয়েছে। সেই সভা থেকেই একগুচ্ছ সরকারি পরিষেবা সাধারণ মানুষের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

গত কয়েক সপ্তাহ ধরেই একাধিকবার একাধিক জেলার সফরে যেতে দেখা গিয়েছে তৃণমূলনেত্রীকে। গত সপ্তাহেই তিনি মেদিনীপুর সফরে গিয়েছিলেন। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে সভা করেছিলেন। তার আগে গিয়েছিলেন পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। তবে ৪২ আসনে প্রার্থীর নাম ঘোষণার পরে এ বার উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।  

You might also like!