Tripura

1 year ago

Congress MLA Sudip Roy Barman:বিকাল পাঁচটার পর হাসপাতালে থাকছে না বিশেষজ্ঞ চিকিৎসক, অভিযোগ কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণের

Congress MLA Sudip Roy Barman
Congress MLA Sudip Roy Barman

 

আগরতলা : সারা রাজ্যে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু ও ম্যালেরিয়া। হাসপাতালে ব্যান্ডেজ ও তুলো পর্যন্ত রোগীর পরিবারকে কিনে আনতে হচ্ছে। বিকাল পাঁচটার পর হাসপাতালে থাকছে না বিশেষজ্ঞ চিকিৎসক। ইন্টার্ন করা ছেলে মেয়েদের দ্বারা চলছে হাসপাতাল। কোন ডাক্তার থাকছে না হাসপাতালগুলিতে। বিনা চিকিৎসায় মৃত্যু হচ্ছে রোগীর। এর খোঁজ কেউ রাখছে না। আগরতলায় সাংবাদিক সম্মেলন করে এই ধরনের অভিযোগ আনলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ।

তিনি আরও বলেন, এ কথাগুলি তুলে ধরার উদ্দেশ্য হল ঘুমন্ত সরকারকে জাগানো। যদিও এই বিষয়গুলি বিধানসভায় ভেতরে এবং বাইরে সব জায়গাতেই তুলে ধরা হচ্ছে সরকারের উদ্দেশ্যে, যাতে মানুষের সমস্যার সমাধান করতে সরকার ব্যবস্থা গ্রহণ করতে নড়ে চড়ে বসে। তাঁর অভিযোগ, শিক্ষা ব্যবস্থা ভেঙে চুড়মার। কাজ নেই, খাদ্য নেই, মানুষ দিশেহারা। কোথায় সরকার? এই কথাগুলি শোনার জন্য কেউ নেই। সুতরাং শুধুমাত্র ট্যুরিজম হাব করে এবং পুকুরের চারপাশ বেঁধে উন্নয়ন হয় না বলে জানান সুদীপ রায় বর্মণ।

এদিন সাংবাদিক সম্মেলনে বিশালগড় স্থিত কড়ইমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে হিজাব পরিধান করা নিয়ে যে লঙ্কাকাণ্ড সংঘটিত হয়েছে সে প্রসঙ্গে তিনি বলেন সারা দেশের সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার চেষ্টা হআ্ছে। কড়ইমুড়া স্কুল হিজাব কাণ্ডে যারা জড়িত তাদের সকলকে চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান তিনি।

সুদীপ রায় বর্মণ জানান, কংগ্রেসের মূল লক্ষ্য আগামী ২৪ লোকসভা নির্বাচনে দেশ থেকে ফ্যাসিস্টবাদী সরকারকে উৎখাত করা। তাহলে দেশের মানুষ কর্মসংস্থানের অভাব, সাম্প্রদায়িক ডাঙ্গার প্রচেষ্টা এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী অস্বাভাবিক মূল্য থেকে মুক্ত হবে। 

You might also like!