Travel

1 year ago

Travel : সামনেই গরমের ছুটি, রইল উত্তরবঙ্গের অফবিট গ্রাম 'মানসং' - আত্মভোলা প্রকৃতি

utterbango
utterbango

 


 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  উত্তরবঙ্গের এক নতুন অফবিট জায়গা মানসং। এখানে বাসস্থান যেমন কম তেমনই শান্ত পরিবেশ। কালিম্পং থেকে মাত্র ১৮ কিমি দূরে রামধূরার পাশেই অবস্থিত এই সুন্দর পাহাড়ি গ্রাম। আর নিউ জলপাইগুড়ি থেকে ৮০ কিমি দূরে অবস্থিত। গাড়িতে ৩.৩০ ঘন্টা সময় লাগে। প্রকৃতি যেন উজাড় করে দিয়েছে এই গ্রাম কে! কি নেই এখানে, চারিদিকে সবুজ পাহাড়, রঙবেরঙের পাহাড়ি ফুল, পাখির কোলাহল, নিচে বয়ে যাওযা় নদী, কাঞ্চনজঙ্ঘা দর্শন।


 আপনারা যারা পাহাড় ও প্রকৃতি ভালোবাসেন, পাহাড়ে হারিয়ে যেতে মন চায় তাদের জন্য সেরা ঠিকানা হতে পারে মানসং।  হাতের মুঠোফোন কে দূরে সরিয়ে কিছুদিন কাটিয়ে যান, কথা দিচ্ছি নিরাশ হবেন না। আমরা কয়েক বন্ধু মিলে হঠাৎ ওখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।আমরা ওখানে একটি সুন্দর হোমস্টেতে ৪ রাত কাটিয়েছি। আরো দু'একটা হোমস্টে থাকলেও এটার অবস্থান সবচেয়ে সুন্দর। এই  হোমস্টের নাম 'হাংমা হোমস্টে'। মুনসোং এর মূল আকর্ষণ হলো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা, এখানকার জাগ্ৰত শিবমন্দির ও হনুমানজীর  মন্দির, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের পদ রজ ধন্য বিষ্ময়কর সুন্দর ' জলসা বাংলো' আর প্রকৃতির অপার সৌন্দর্য। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারন রূপ দেখুন। সাথে থাকছে সুস্বাদু বাঙালি খাবার - ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভনিং স্ন্যাকস, ডিনার। বন ফায়ার ও বারবিকিউ এর ব্যবস্থাও এরা করে দেয়। এদের আতিথেয়তায় আমরা আপ্লুত। 


এখানে কয়েকদিন থেকে আপনারা ঘুরে নিতে পারেন কালিম্পং, ডেলো, লাভা, লোলেগাঁও, রিশপ, চারখোল, ছাঙ্গে ফল্ স,‌ পানবু ডারা, সিটং, বিদ্যাং  ভ্যালী, অহলধারা, সিলারিগাঁও, ইচ্ছেগাঁও, তিনচূলে,‌ তাগদা, লামাহাটা, রামধুরা সহ আর অনেক কিছু। আপনি চাইলে এখান থেকে নদীর ধারে অথবা জঙ্গলে পিকনিক ও করতে যেতে পরেন। এরাই সব ব্যবস্থা করে দেবেন।


গাড়ির ব্যবস্থা ওরাই করে দেবে সাইটসিইং র জন্য। এছাড়া NJP / শিলিগুড়ি / বাগডোগরা থেকে পিক এন্ড ড্রপ র ব্যাবস্থাও ওরা করে। 

তাই দেরি না করে আজই বুকিং করুন। বিস্তারিত জানতে বা বুকিং করতে ফোন করুন এই নম্বর এ -

Contact:  Hangma Homestay  8697383373/9830248237 

website: www.hangmahomestay.co.in

আর দেরি নয়,ঘুরে আসুন অকৃপণ প্রকৃতির কোলে।

You might also like!