Technology

9 months ago

Google Maps: লোকাল ট্রেন কোথায়, জানাবে Maps! কলকাতার যাত্রীদের জন্য বিশেষ ফিচার আনছে Google

Google Map
Google Map

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার থেকে লোকাল ট্রেনের যাবতীয় আপডেট পাওয়া যাবে গুগল ম্যাপে। এমনই গুরুত্বপূর্ণ একটি ফিচার আপগ্রেড করতে চলেছে অ্যালফাবেটের এই সংস্থাটি। আগামী বছর থেকে নয়া এই সুবিধা মিলবে।

সম্প্রতি দিল্লিতে বিল্ডিং ফর ইন্ডিয়া ইভেন্ট আয়োজন করেছিল Google। ওই অনুষ্ঠানে সংস্থার তরফে জানানো হয় একাধিক রিজিওনাল ফিচার যুক্ত করা হবে। তারমধ্যে উল্লেখযোগ্য হল Google Map এ এবার মুম্বই এবং কলকাতার লোকাল ট্রেন সম্পর্কিত তথ্য পাওয়া যাবে। অর্থাৎ ট্রেনের লাইভ লোকেশন সহ আরও একাধিক সুবিধা পাবেন যাত্রীরা।

এছাড়াও Google Map এ লেন্স ফিচার সংযুক্ত করার কথাও জানানো হয়েছে। এর ফলে স্থানীয় কোনও এলাকার যাবতীয় তথ্য জানা আরও সহজ হবে। আগামী বছরের জানুয়ারি মাস থেকেই এই পরিষেবা পাবেন ব্যবহারকারীরা।

আরও একটি আকর্ষণীয় ফিচার যুক্ত করতে চলেছে গুগল। মূলত কোন রাস্তা দিয়ে যাত্রা করলে গাড়ির তেল কম খরচ হবে তা এবার থেকে জানিয়ে দেবে Maps। l


You might also like!