Technology

9 months ago

Vivo : নতুন বছরের প্রথমেই ধামাকা,ভারতে আসতে চলেছে Vivo X100 সিরিজ

Vivo X100
Vivo X100

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চীনের পর এবার গ্লোবাল মার্কেটে ফোনগুলি আনতে চলেছে সংস্থা। বর্তমানে ব্র্যান্ডটি এই লাইনআপটিকে ভারতের বাজারে নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। আর এখন ভিভোর তরফে অফিশিয়ালি ভারতে Vivo X100 সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে৷ জানুয়ারি মাসের শুরুতেই Vivo X100 এবং Vivo X100 Pro এ দেশে পা রাখছে৷

ভিভো ইন্ডিয়া তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে একটি টিজার শেয়ার করে নিশ্চিত করেছে, ভারতের বাজারে ভিভো এক্স১০০ সিরিজটি আগামী ৪ জানুয়ারি লঞ্চ করা হবে। এই লঞ্চ ইভেন্টটি দুপুর বারোটায় নাগাদ অনুষ্ঠিত হবে। তবে চীনের বাইরে প্রথম দেশ হিসাবে মালয়েশিয়াতে ভিভো এক্স১০০ সিরিজ আগামী ৩ জানুয়ারি লঞ্চ হতে চলেছে। চলুন ফোনগুলির স্পেসিফিকেশনে চোখ বুলিয়ে নেওয়া যাক।

Vivo X100 এবং Vivo X100 Pro এর স্পেসিফিকেশন (চাইনিজ মডেল)

ডিসপ্লে: Vivo X100 এবং X100 Pro ফোনদুটিতে 2800 × 1260 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেট, 2160 হার্টস পিডব্লিউএম ডিমিং এবং 3000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই দুটি ফোনেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

প্রসেসর: চীনে এই ফোনদুটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 9300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে ইমমর্টালিক্স-জি720 জিপিইউ রয়েছে।

রেয়ার ক্যামেরা: Vivo X100 ফোনে 50MP Sony IMX920 VCS বায়োনিক প্রাইমারি সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 100x ডিজিটাল জুম সাপোর্টেড 64MP টেলিফটো লেন্স রয়েছে। Vivo X100 Pro এর রেয়ার ক্যামেরা সেটআপে 50MP 1-ইঞ্চির Sony IMX989 VCS বায়োনিক প্রাইমারি সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 100x ডিজিটাল জুম ও ম্যাক্রো মোড সহ 50MP 1/2″ APO টেলিফটো লেন্স যোগ করা হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য Vivo X100 এবং Vivo X100 Pro উভয় ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X100 ফোনে 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে। একইভাবে সিরিজের Vivo X100 Pro ফোনটিতে 5,400 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটি 100 ওয়াট ফাস্ট চার্জিং, 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্ট করে।


You might also like!