Technology

10 months ago

Vivo S18, S18 Pro এবং S18e এর লঞ্চ ডেট, জেনে নিন কেমন হবে স্পেসিফিকেশন

Vivo S18, Vivo S18 Pro ,Vivo S18e
Vivo S18, Vivo S18 Pro ,Vivo S18e

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বছর শেষে বেশিরভাগ শীর্ষস্থানীয় চীনা স্মার্টফোন নির্মাতা তাদের একাধিক নতুন মোবাইল বাজারে আনছে। এর মধ্যে কিছু ইতিমধ্যেই লঞ্চ হয়েছে, আর কিছু মুক্তির অপেক্ষায় রয়েছে। নতুন হ্যান্ডসেটের লঞ্চের জন্য ব্যস্ত ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম হল ভিভো,এই সিরিজে Vivo S18, Vivo S18 Pro এবং Vivo S18e নামের তিনটি স্মার্টফোন পেশ করা হবে বলে জানা গিয়েছিল। এবার এই ফোনের লঞ্চ ডেট পর্যন্ত কনফার্ম হয়ে গেছে। আগামী 14 ডিসেম্বর চীনে এই ফোন লঞ্চ হবে।

Vivo S18 সিরিজের ডিজাইন ও স্পেসিফিকেশন 

ইমেজ স্লাইডে দেখা যাচ্ছে Vivo S18e ফোনে ফ্ল্যাট ডিসপ্লে এবং সার্কুলার ক্যামেরা মডিউল যোগ করা হবে। এতে অরা এলইডি ফ্ল্যাশ সহ এবং OIS সাপোর্টেড ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে।

Vivo S18e ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,800mAh ব্যাটারি দেওয়া হবে।

এই ফোনের থিকনেস মাত্র 7.69 এমএম। এই ফোনটি ক্লাউড গজ হোয়াইট, গ্লো পার্পল এবং স্টোরি নাইট ব্ল্যাক কালারে সেল করা হবে।

Vivo S18 এবং S18 Pro ফোনে কার্ভড এজ OLED ডিসপ্লে থাকবে। এটি 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে।

Vivo S18 ফোনে স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর থাকবে, অন্যদিকে S18 Pro ফোনে Dimensity 9200 Plus চিপসেট যোগ করা হবে।

Vivo S18 এবং S18 Pro ফোন রেড, ব্ল্যাক, পার্পল এবং গ্রীন কালারে লঞ্চ করা হবে।

Vivo S18 সিরিজের  স্পেসিফিকেশন

ডিসপ্লে – টিজারে দেখা গেছে Vivo S18 এবং Vivo S18 Pro ফোনে কার্ভ এজ OLED ডিসপ্লে দেওয়া হবে। অন্যদিকে Vivo S18e ফোনটিতে ফ্ল্যাট প্যানেল থাকবে।

প্রসেসর – Vivo S18 ফোনে স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর যোগ করা হবে। অন্যদিকে Vivo S18 Pro ফোনটিতে Dimensity 9200 Plus চিপসেট দেওয়া হবে।

স্টোরেজ – Vivo S18 এবং Vivo S18 Pro স্মার্টফোন চারটি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ, 12GB RAM + 256GB মেমরি, 12GB RAM + 512GB স্টোরেজ এবং 16GB RAM + 512GB ইন্টারনাল স্টোরেজ মডেল লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

ক্যামেরা – সিরিজের S18 Pro ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা থাকবে বলে জানা গেছে। এতে 50 মেগাপিক্সেল সোনী IMX920 প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল স্যামসাঙ JN1 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 12 মেগাপিক্সেল সোনী IMX663 পোর্ট্রেট লেন্স যোগ করা হবে। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে ডুয়েল সফট এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। অন্যদিকে Vivo S18 ফোনেও OIS ফিচারযুক্ত 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকতে পারে।

ব্যাটারি – আপকামিং Vivo S18 এবং Vivo S18 Pro ফোনে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।


You might also like!