Technology

7 months ago

VinFast VF3: বিশ্বের সবচেয়ে সস্তা বৈদ্যুতিক গাড়ি!ফুল চার্জে চলবে গোটা সপ্তাহ

VinFast VF3
VinFast VF3

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ধীরে ধীরে বাজারে বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। জ্বালানি চালিত গাড়ির জায়গায় বাড়ছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। জ্বালানির দাম আকাশ ছোঁয়া, সেই কারণেও বৈদ্যুতিক গাড়ির বিক্রী বেড়েছে। কিন্তু এক্ষেত্রে মুখ্য সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বৈদ্যুতিক গাড়িগুলোর দাম। উচ্চ মূল্যের কারণে জ্বালানি চালিত গাড়ির দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছে আমজনতা। তবে এবার এই বাজারে এমন একটি গাড়ি এসেছে যা একেবারে কম দামেই উপলব্ধ।

তামিলনাড়ুতে তারা নিজেদের কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। এবারে এদেশে সংস্থার প্রথম বৈদ্যুতিক গাড়ির ডিজাইন ট্রেডমার্ক দায়ের করার খবর সামনে এসেছে। যার নাম VinFast VF3। এটি একটি মাইক্রো ইলেকট্রিক এসইউভি, যার দরজা দুটো এবং সিট চারটে। এটি সস্তায় লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে এবং সে ক্ষেত্রে MG Comet EV-কে চ্যালেঞ্জ ছুড়ে দেবে। তবে গাড়িটি লঞ্চের সময়কাল সম্পর্কে কোন নিশ্চিত বার্তা এসে পৌঁছায়নি।

VinFast VF3-এর ডিজাইন ট্রেডমার্ক দায়ের করল

গাড়িটির মাপজোক সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছে। VinFast VF3 দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৩,১৯০ মিমি, ১,৬৭৮ মিমি ও ১,৬২০ মিমি। এতে রয়েছে ৫৫০ লিটারের বড়সড় বুট স্পেস। ব্যাটারি প্যাক সম্পর্কিত কোন তথ্য এখনও জানা যায়নি। সংস্থা শুধু জানিয়েছে, ফুল চার্জে গাড়িটি ২০০ কিলোমিটার পথ ছুটবে।

গ্লোবাল মার্কেটে VinFast VF3 দুটি ভ্যারিয়েন্টে বিক্রি করা হয় – Eco ও Plus। তবে একটিমাত্র মোটর কনফিগারেশনে বেছে নেওয়া যায় গাড়িটি। কেবিনে রয়েছে একটি বড় ১০ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, যা অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে সমর্থন করে। টু স্পোক ডিজাইনের মাল্টি ফাংশন স্টিয়ারিং হুইল সমেত এতে রয়েছে চালকের জন্য একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এছাড়া উপস্থিত অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ডুয়েল এয়ারব্যাগ এবং ক্রুজ কন্ট্রোল

 তামিলনাড়ুতে ৪০০ একর জমির উপর তৈরি হচ্ছে ভিনফাস্ট-এর বৈদ্যুতিক গাড়ির কারখানা। পাঁচ বছরে ৫০ কোটি ডলার বা প্রায় ৪,১৬০ কোটি টাকা লগ্নি করবে বলে জানিয়েছে কোম্পানি। বছরে সেখানে ১,৫০,০০০ ইউনিট গাড়ি তৈরি হবে। পাশাপাশি দেশজুড়ে নিজেদের ডিলারশিপ নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা করছে তারা, যাতে দেশের সকল প্রান্তের মানুষের কাছে গাড়ি পৌঁছে দেওয়া যায়।


You might also like!