Country

4 hours ago

Bihar Assembly Elections Phase 1 2025: ভোট দিলেন লালুর পরিবারের সদস্যরা, বিহারে পরিবর্তনের ডাক তেজস্বীর

Lalu Yadav, Tejashwi Early Voters As 121 Bihar Seats Go To Polls In Phase 1
Lalu Yadav, Tejashwi Early Voters As 121 Bihar Seats Go To Polls In Phase 1

 

পাটনা, ৬ নভেম্বর : সকাল সকাল গণতন্ত্রের উৎসবে শামিল হলেন লালুপ্রসাদ যাদবের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকালে পাটনার একটি পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন লালু। এছাড়াও তাঁর স্ত্রী রাবড়ি দেবীও ভোটাধিকার প্রয়োগ করেছেন। স্ত্রী রাবডী দেবীকে নিয়ে পাটনার একটি বুথে ভোট দেওয়ার পর আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব বলেন, ‘পরিবর্তন হবে’।

তেজস্বী এবং তেজপ্রতাপ— দুই সন্তানকেই শুভেচ্ছা জানালেন লালু-পত্নী রাবড়ী দেবী। রাবড়ি দেবী বলেন, "আমার দুই ছেলেকেই আমার শুভেচ্ছা। তেজ প্রতাপ একাই প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি তাঁদের মা। তাঁদের দুজনের জন্যই শুভকামনা।" পাটনায় স্ত্রী রাজশ্রী যাদবের সঙ্গে ভোট দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। ভোট দিয়ে বেরিয়ে লালু-পুত্র জানান, তিনি বিরোধী জোট ‘মহাগঠবন্ধন’-এর জয়ের বিষয়ে আশাবাদী। আগামী ১৪ নভেম্বর (বিহারে ভোটগণনা এবং ফলপ্রকাশের দিন) নতুন সরকার তৈরি হবে বলেও দাবি করেন তেজস্বী।

ভোট দিতে আসার সময় লালুর মেয়ে এবং আরজেডি নেত্রী রোহিনী আচার্য বলেন, "দূর-দূরান্তের গ্রামের শ্রমিকরা চাকরির জন্য এক স্থান থেকে অন্য স্থানে ছুটোছুটি করছে। এই নির্বাচন তাদের জন্য। আমি নিশ্চিত যে বিহারের মানুষ এমন একটি সরকারকে নির্বাচিত করবে যা চাকরি দেবে এবং ডাবল ইঞ্জিন সরকারকে উপড়ে ফেলবে।"

You might also like!