Technology

7 months ago

মাত্র 8999 টাকা দামে লঞ্চ হল 16GB RAM, 32MP ফ্রন্ট ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ এই ফোন, জেনে নিন বিস্তারিত

Infinix Hot 40i
Infinix Hot 40i

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইনফিনিক্স হট ৪০আই (Infinix HOt 40i) ফোন ভারতে কবে লঞ্চ হবে সেই দিনক্ষণ ঘোষণা করেছে সংস্থা। ইনফিনিক্সের (Infinix Smartphone) তরফে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে এই ফোন লঞ্চ হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। ইনফিনিক্সের হট সিরিজের (Infinix Hot Series Phone) এই ফোন গতবছর ডিসেম্বর মাসে নির্দিষ্ট কিছু গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল। তার সঙ্গে ছিল ইনফিনিক্স হট ৪০ এবং ইনফিনিক্স হট ৪০ প্রো- এই দুই ফোন। ইনফিনিক্স হট ৪০আই ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে রয়েছে Unisoc T606 SoC এবং ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ ও ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। এছাড়াও এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 

Infinix Hot 40i এর দাম

ভারতের বাজারে Infinix Hot 40i ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ সহ 9,999 টাকা দামে সেল করা হবে।

মার্কেটে এই ফোনটি Palm Blue, Starfall Green, Horizon Gold এবং Starlit Black কালারে লঞ্চ করা হয়েছে।

লঞ্চ অফার হিসাবে এই ফোনের দাম কমে 8,999 টাকা হয়ে যাবে।

আগামী 21 ফেব্রুয়ারি থেকে এই ফোনটি ফ্লিপকার্ট এবং অন্যান্য রিটেইলস স্টোরের মাধ্যমে সেল করা হবে।

Infinix Hot 40i এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ফোনে 6.6 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 720 x 1612 পিক্সেল রেজোলিউশন, 90Hz রিফ্রেশরেট এবং পাঞ্চ হোল কাটআউট রয়েছে। এর সঙ্গে এই ফোনে ম্যাজিক রিং রয়েছে, যার ফলে এই ফোনের স্ক্রিনে প্রয়োজনীয় নোটিফিকেশন দেখা যায়।

প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে 1.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত ইউনিসক টি606 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে মালী জি57 জিপিইউ দেওয়া হয়েছে।

স্টোরেজ: এই ফোনে 8GB RAM রয়েছে। এর সঙ্গেই এতে GB virtual RAM যোগ করা হয়েছে। অর্থাৎ এই ফোনে মোট 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে ডেটা স্টোর করার জন্য 256GB ডেটা দেওয়া হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফির জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচারযুক্ত এই ক্যামেরায় সুন্দর সেলফির জন্য ডুয়েল এলইডি ফ্ল্যাশ যোগ করা হয়েছে।

রেয়ার ক্যামেরা: Infinix Hot 40i ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.6 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেল এআই লেন্স রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

ওএস: Infinix Hot 40i ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং এক্সওএস 13 সহ পেশ করা হয়েছে।

You might also like!