Technology

9 months ago

নতুন OPPO 5G Phone, পাওয়া যাবে সুন্দর স্টাইল ও স্পেসিফিকেশন

OPPO 5G Phone
OPPO 5G Phone

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাজারে নতুন বাজেট ফোন লঞ্চ করেছে Oppo। Oppo A59 5G মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 চিপসেটের সঙ্গে 6GB পর্যন্ত RAM এবং 128GB RAM এর সঙ্গে আসে। স্মার্টফোনটি 15,000 টাকার নিচে লঞ্চ করা হয়েছে। এটি 25 ডিসেম্বর 2023 থেকে OPPO স্টোর, Flipkart, Amazon এবং অন্যান্য রিটেল আউটলেটে পাওয়া যাচ্ছে।

OPPO A59 5G এর দাম

ভারতে OPPO A59 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনের বেস মডেলে 4GB RAM + 128GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 14,999 টাকা। ফোনটির টপ মডেলে 6GB RAM + 128GB স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনটি Silk Gold এবং Starry Black কালারে অনলাইন এবং অফলাইন স্টোরের মাধ্যমে সেল করা হবে।

OPPO A59 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: OPPO A59 5G ফোনে 6.56 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ওয়াটার ড্রপ স্টাইলের এই স্ক্রিন 90 হার্টস রিফ্রেশরেট, 720 নিটস ব্রাইটনেস এবং 96% NTSC কালার গামুট সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে এবং প্রসেসিঙের জন্য এতে 7 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এতে মালী-জি57 জিপিইউ রয়েছে।

স্টোরেজ: OPPO A59 5G ফোনে 4GB এবং 6GB RAM দেওয়া হয়েছে। এতে 6GB RAM expension ফিচার ব্যাবহার করে 12GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এর সঙ্গে এই ফোনে 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, এতে এলইডি ফ্ল্যাশ সহ 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল বোকে লেন্স দেওয়া হয়েছে। এছাড়া সেলফির জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার বাআপের জন্য OPPO A59 5G ফাস্ট চার্জিং ফিচার সহ 5,000mAh ব্যাটারি রয়েছে।

অন্যান্য: এই ফোনটি 7 5G Bands সাপোর্ট করে। এর সঙ্গে এই ফোনে 3.5mm যাক, সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP54 রেটিং সহ বিভিন্ন বেসিক কানেক্টিভিটি ফিচার দেওয়া হয়েছে।


You might also like!