Technology

9 months ago

Doogee S41 Max: মিলিটারি গ্রেড রেটিং সহ লঞ্চ হল এই রাগেড স্মার্টফোন Doogee S41 Max

Doogee S41 Max
Doogee S41 Max

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জনপ্রিয় চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড Doogee মার্কেটে তাদের নতুন রাগেড স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটি মিলিটারি গ্রেড রেটিং, 6300mAh ব্যাটারি, 16GB RAM এবং 256GB স্টোরেজের মতো বেশ কিছু শক্তিশালী ফিচার সহ এই ফোনটি Doogee S41 Max নামে লঞ্চ করা হয়েছে। এমনকি উঁচু থেকে পড়লে বা জলে পড়লেও এই ফোনের কোনো ক্ষতি হবে না। চলুন দেখে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে। 

Doogee S41 Max এর দাম

Doogee S41 Max ফোনের দাম রাখা হয়েছে $119.99 অর্থাৎ ভারতীয় টাকার দরে প্রায় 9,978 টাকার কাছাকাছি।

এই দামের মধ্যে ইমপোর্ট ট্যাক্স ধরা হয়নি, এই ট্যাক্স ধরে বিভিন্ন মার্কেটে ফোনটি আলাদা আলাদা দামে বেচা হবে।

এই ফোনটি AliExpress প্ল্যাটফর্মের মাধ্যমে সেল করা হবে।

Doogee S41 Max এর স্পেসিফিকেশন

ডিজাইন: Doogee S41 Max ফোনটি মজবুত বডি সহ পেশ করা হয়েছে এবং এতে IP68, IP69K এবং MIL-STD-810H রেটিং দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা বালি, ধুলো বা জলে পড়লেও কোনো ক্ষতি হবে না।

ডিসপ্লে: Doogee S41 Max ফোনে 720 x 1440 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 5.5 ইঞ্চির ডিসপ্লে রয়েছে।

প্রসেসর: ফোনের ডিজাইন মজবুত হলেও কোম্পানি এতে কম ক্ষমতার Unisoc Tiger T606 চিপসেট যোগ করেছে। আবার দামের দিক থেকে এটি যথেষ্ট ভালো চিপসেট।

স্টোরেজ: এই ফোনে 16GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। আবার মেমরি কার্ড ব্যাবহার করে ফোনের স্টোরেজ বাড়ানোর সুবিধাও পাওয়া যায়।

কানেক্টিভিটি: এই ফোনটি শুধুমাত্র LTE নেটওয়ার্ক সাপোর্ট করে। অর্থাৎ ইউজাররা এই ফোনে 5G নেটওয়ার্ক ব্যাবহার করতে পারবেন না।

ব্যাটারি: দীর্ঘ সময় ধরে পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 6,300mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে 13MP রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ওজন এবং ডায়মেনশন: S41 Max ফোনটির ওজন 262 গ্রাম এবং এই ফোনের থিকনেস 16.2 এমএম।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে।


You might also like!