Technology

7 months ago

Smartphone Speaker problem: স্পিকারের আওয়াজ কমে গিয়েছে? মুহূর্তে সমাধান এই ৩ পদ্ধতিতে

Smartphone Speaker problem
Smartphone Speaker problem

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গান শোনা থেকে ভিডিও দেখা। টিভি বা মনিটরের পাশাপাশি এখন অনেকেরই পছন্দ স্মার্টফোন। 4k রেজলিউশনের ভিডিও দেখার অনুভূতিটাই বদলে যায়। কিন্তু অনেক সময় স্মার্টফোনের স্পিকারে সমস্যা দেখা দেয়। যার জেরে এক্সপিরিয়েন্স হয় খুবই খারাপ। এই সমস্যা থেকে সহজেই মুক্তি সম্ভব।

স্মার্টফোনের স্পিকারে সমস্য়া তৈরি হলে নিজেই সেই সমস্যার সমাধান করতে পারেন। শুধুমাত্র কয়েকটি বিষয় মাথায় রাখলেই প্রয়োজন হবে না সার্ভিস সেন্টারে যাওয়ার অথবা নতুন ফোন কেনার। জেনে নিন কীভাবে সমস্যার সমাধান করবেন?

ফোনের সেটিংসে বদল-

অডিও আউটপুট বা স্পিকারে সমস্যা হলে সর্বপ্রথম সেটিংস অপশন চেক করুন। মোডের পরিবর্তন হলে অডিও সমস্যা হতে পারে। প্রয়োজনে নতুন করে ম্যানুয়াল সেটিংস করুন।

স্পিকার ক্লিন ফিচার-

বর্তমানে একাধিক স্মার্টফোনে স্পিকার ক্লিন ফিচার থাকে। স্মার্টফোনের স্পিকার পরিষ্কার করতে এই ফিচার ব্যবহার করতে পারেন।

সফ্টওয়ার আপডেট-

সফ্টওয়ার আপডেটের প্রতিটি প্যাচ ফাইলের সঙ্গে অডিও সেটিংসের ফাইলও থাকে। ফোনে যদি কোনও আপডেট আসে তাহলে দ্রুত সেই ফাইল ইনস্টল করুন।


You might also like!