Technology

9 months ago

Redmi Smartphone: লঞ্চের পরে সস্তা হয়ে গেল Redmi Note 12 4G, জেনে নিন নতুন দাম

Redmi Note 12 4G
Redmi Note 12 4G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ৪ঠা জানুয়ারি ভারতে Redmi Note 13 স্মার্টফোন সিরিজ লঞ্চ করার কথা সম্প্রতি নিশ্চিত করেছে Xiaomi ৷ জানা যাচ্ছে আলোচ্য লাইনআপের অধীনে মোট তিনটি ডিভাইস আসবে, যথা – Redmi Note 13 5G, Redmi Note 13 Pro 5G, এবং Redmi Note 13 Pro+ 5G৷ উক্ত হ্যান্ডসেটগুলি বিদ্যমান Redmi Note 12 লাইনআপের উত্তরসূরি হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে৷ এক্ষেত্রে স্মার্টফোন ইন্ডাস্ট্রির প্রথা মেনে Xiaomi আজ নতুন স্মার্টফোন সিরিজ বাজারে পা রাখার আগেই পুরানো একটি মডেলের দাম কমানোর কথা ঘোষণা করল। আমরা কথা বলছি Redmi Note 12 4G মডেলের প্রসঙ্গে। এটি ভারতে ১৪,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। কিন্তু এখন আপনারা এই মডেলটি ১২,০০০ টাকারও কমে কিনে নিতে পারবেন।

Redmi Note 12 4G এর দাম

Redmi Note 12 4G ফোনটি দুটি স্টোরেজ মডেলে পেশ করা হয়েছিল। প্রাইস কাটের পর 6GB RAM + 64GB স্টোরেজ সহ বেস মডেল মাত্র 11,999 টাকা হয়ে গেছে।

6GB RAM + 128GB স্টোরেজ সহ টপ মডেল 13,999 টাকা দামে সেল করা হচ্ছে।

এই ফোনটির দুটি মডেলই ফ্লিপকার্টের মাধ্যমে সেল করা হচ্ছে।

কোম্পানির পক্ষ থেকে প্রাইস কাট ছাড়াও HDFC, SBI এবং Axis ব্যাঙ্ক কার্ড ব্যাবহার করে ফোনটি কিনলে 1,500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টও পাওয়া যাবে।

অর্থাৎ সব মিলিয়ে Redmi Note 12 4G ফোনের বেস মডেল 10,499 টাকা এবং টপ মডেল 12,499 টাকার বিনিময়ে কেনা যাবে।

এর আগে ফোনটির বেস মডেল 14,999 টাকা এবং টপ মডেল 16,999 টাকা দামে সেল করা হচ্ছিল।

এই ফোনটি লুনার ব্ল্যাক, সানরাইজ গোল্ড এবং আইস ব্লু কালারে সেল করা হয়।

Redmi Note 12 4G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Redmi Note 12 4G ফোনে 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেট, 1200 নিটস ব্রাইটনেস এবং 394ppi সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Qualcomm Snapdragon 865 অক্টা-কোর প্রসেসরে রান করে।

স্টোরেজ: এই ফোনে 5GB virtual RAM টেকনোলজি দেওয়া হয়েছে। এই ফিচারের মাধ্যমে ফোনটির 6GB physical RAM এর সঙ্গে 5GB RAM যোগ করে মোট 11GB RAM পারফরমেন্স পাওয়া যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এই ফোনে সেলফির জন্য 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে।

অন্যান্য: Redmi Note 12 ফোনটি 4জি এলটিইসাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। এই ফোনটি 3.5 এমএম অডিও জ্যাক ও ওটিজি সাপোর্ট করে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং মিইউআই 14 এ কাজ করে।

You might also like!