Technology

9 months ago

50MP AI ক্যামেরার POCO C65 এল ভারতে, মাত্র 8,499 টাকায় 1TB স্টোরেজ

POCO C65
POCO C65

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  POCO ভারতে একটি সস্তার স্মার্টফোন লঞ্চ করল। নতুন ফোনের নাম POCO C65। একাধিক গুরুত্বপূর্ণ ফিচার্স এই ফোনে রয়েছে। আকর্ষণীয় বিষয়টি হল, POCO C65 স্মার্টফোনের দাম খুবই কম। 8,499 টাকারও কম দামে ফোনটি লঞ্চ করা হয়েছে। পারফরম্যান্সের জন্য রয়েছে একটি মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর। নচ-ফ্রি ওয়াটার ড্রপ ডিজ়াইন পেয়েছে ফোনের ডিসপ্লে। POCO C65 ফোনে খুব সুন্দর এবং বেশ বড় একটি 6.74 ইঞ্চির HD+, 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে দেওয়া হয়েছে।

POCO C65 এর দাম এবং সেল

কোম্পানি POCO C65 ফোনটি তিনটি স্টোরেজ অপশনে পেশ করেছে।

ফোনটির 4GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে মাত্র 8,499 টাকা।

এই ফোনের 6GB RAM + 128GB মেমরি ভেরিয়েন্ট 9,499 টাকা দামে পেশ করা হয়েছে।

ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ মডেল 10,999 টাকা দামে সেল করা হবে।

এই ফোনটি ম্যাট ব্ল্যাক এবং প্যাস্টেল ব্লু কালারে পেশ করা হয়েছে।

আগামী 18 ডিসেম্বর থেকে এই ফোনটি শপিং সাইট ফ্লিপকার্ট এবং অফলাইন স্টোরের মাধ্যমে সেল করা হবে।

ICICI ব্যাঙ্কের কার্ড ব্যাবহার করে ফোনটি কিনলে 1,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।

POCO C65 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: POCO C65 ফোনে 6.74-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 90Hz রিফ্রেশরেট, 1650 x 720 পিক্সেল রেজোলিউশন এবং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন রয়েছে।

প্রসেসর: এই ফোনটি এন্ট্রি লেভেল মিডিয়াটেক হেলিও জি85 প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য এতে মালী-G52 MC2 জিপিইউ দেওয়া হয়েছে।

স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 8GB পর্যন্ত RAM + 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়াও মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে ফোনের মেমরি 256GB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য POCO C65 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি, 2MP ম্যাক্রো এবং একটি AI লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। তবে কোম্পানি এই ফোনের বক্সে 10W অ্যাডপ্টার দিচ্ছে।

অন্যান্য: এই ফোনে 4জি এলটিই, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচারের মতো প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে।

ওএস: POCO C65 ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম ও MIUI 14 এ কাজ করে এবং এই ফোনটি আগামী দিনে আপডেটও পাবে।

You might also like!