Technology

9 months ago

Aditya L1: শনিবারেই 'রবি জয়', ISRO-র তৈরি সৌরযান আদিত্য L1 গড়বে ইতিহাস

Aditya L1
Aditya L1

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শনিবার ভারতের মহাকাশ গবেষণায় বড়সড় সাফল্য আসতে চলেছে। কারণ এদিন সূর্যের L-1 বিন্দুতে প্রবেশ করবে আদিত্য L1। এখনও পর্যন্ত সেভাবে কোনও বাধার সম্মুখীন হতে হয়নি। বিজ্ঞানীরা জানিয়েছেন, শনিবার বিকেল ৪টে নাগাদ হ্যালো অরবিটের নির্দিষ্ট বিন্দুতে পৌঁছবে সেটি।

পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দূরে অবস্থিত ওই বিন্দু। সেখানে পৃথিবী ও সূর্য উভয়েরই মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে। গণিতজ্ঞ জোসেফ লুই ল্যাগ্রেঞ্জের-এর নাম অনুসারে ওই বিন্দুর নামকরণ করা হয়েছে।

ISRO-র বিজ্ঞানীরা জানিয়েছেন, শনিবার অর্থাৎ ৬ জানুয়ারি মোট ৬৩ মিনিট ২০ সেকেন্ডের একটি ফ্লাইট সম্পন্ন করবে আদিত্য। তারপর সে তার নির্দিষ্ট পয়েন্টে প্রবেশ করবে। সসম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই সৌর যান তৈরি করা হয়েছে। যদিও ওই বিন্দুতে প্রবেশ করার প্রক্রিয়াটি বেশ চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন বিজ্ঞানীদের অনেকেই।

You might also like!