Technology

9 months ago

AI technology was used in Modi's speech: নতুন সূচনা! বারাণসীতে মোদির ভাষণে প্রথমবার ব্যবহার হল AI প্রযুক্তি

Narendra Modi  (File Picture)
Narendra Modi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্তমান সময়ে সবথেকে চর্চিত প্রযুক্তি AI , যার পুরোনাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই প্রযুক্তি সম্পর্কে দেশের প্রধানমন্ত্রী বলেন এটি সমাজের কাছে যেমন আশীর্বাদ, তেমন সমাজকে ধ্বংস করার হাতিয়ারও। এর অপব্যবহার রুখতে বিশেষ পদক্ষেপের দাবিও তোলেন তিনি। সেই এআই প্রযুক্তিই এবার ব্যবহার করা হল মোদির ভাষণে।

রবিবার দু'দিনের জন্য বারাণসী পৌঁছে যান নরেন্দ্র মোদি।দুদিনের সফরে নিজের লোকসভা কেন্দ্রে ১৯ হাজার কোটি টাকার ৩৭টি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং কাশী তামিল সঙ্গমম উদ্বোধনে হাজির ছিলেন তিনি। উত্তর ও দক্ষিণ ভারতের সংস্কৃতির মেলবন্ধন ঘটানোর বিশেষ অনুষ্ঠান এই কাশী তামিল সঙ্গমম। এই উপলক্ষে বারাণসীতে তামিলনাড়ু এবং কাশীর মানুষ নিজেদের সংস্কৃতিকে তুলে ধরবেন। সেই অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়েই এআই ব্যবহার করলেন মোদি।

প্রথমবার তাঁর ভাষণে ব্যবহৃত হল রিয়েল টাইম এআই ট্রান্সলেশন প্রযুক্তি ভাষিনী। জানেন কী কাজ কী এই প্রযুক্তির? দক্ষিণ ভারতের লোক, যাঁরা হিন্দি ভাষা বুঝতে পারবেন না, তাঁদের জন্য রিয়েল টাইমে সেই ভাষণ তামিলে ট্রান্সলেট করে দেবে এআই। এই প্রসঙ্গে মোদি বলেন, “আজ নতুন প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার হল এখানে। এটাই নতুন সূচনা। আশা করি, আগামী দিনে এই প্রযুক্তিই আমায় আপনাদের কাছে পৌঁছে দিতে আরও বেশি সাহায্য করবে।” 

You might also like!