Technology

8 months ago

itel Power 450: চোখের পলকে চার্জ হবে মোবাইল! Type C USB পোর্ট সহ ফিচার ফোন লঞ্চ করল আইটেল

itel Power 450
itel Power 450

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এতদিন পর্যন্ত শুধুমাত্র স্মার্টফোনেই টাইপ সি পোর্টের সুবিধা থাকত। কিন্তু সম্প্রতি নতুন একটি ফিচার ফোন লঞ্চ করেছে আই টেল (itel)। যেখানে চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। ভারতে এটাই প্রথম ফিচার ফোন যেখানে রয়েছে USB Type C পোর্ট। যার ফলে ফোনে চার্জিং প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।

মডেল নাম ও ফোনটির দাম

ফিচার ফোনের নয়া এই মডেলের নাম দেওয়া হয়েছে itel Power 450। মোট তিনটি কালার ভ্যারিয়েন্টে কিনতে পারবেন ব্যবহারকারীরা। দাম রাখা হয়েছে ১৪৯৯টাকা।

ফোনের স্পেশিফিকেশন

ফোনে রয়েছে ২.৪ ইঞ্চির একটি QVGA ডিসপ্লে। Mediatek প্রসেসর দেওয়া হয়েছে। ফলে মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে হ্যাং হওয়ার চিন্তা থাকবে না। ২৫০০ mAh এর ব্যাটারি থাকছে ফোনটিতে।

ফিচার-

ফোনে রয়েছে FM, ভয়েস স্পিচ টু টেক্সট অ্য়াপ, এবং একটি ডিজিট্যাল ক্যামেরা। মোট ৯টি ভাষা সাপোর্ট করবে এই ফোনটিতে।

You might also like!