Breaking News
 
RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে! Ocean Landing Confirmed: প্রশান্ত মহাসাগরে সফল অবতরণ! ‘ড্রাগন’ নিয়ে ফিরলেন শুভাংশুরা Unexpected Landing Twist: আর কিছুক্ষণের অপেক্ষা! ফ্লরিডা নয়, শুভাংশুরা অবতরণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কিন্তু কেন ? Mamata Banerjee: ২১ জুলাই বিজেপির উত্তরকন্যা অভিযানকে 'অপ্রাসঙ্গিক' বললেন মুখ্যমন্ত্রী, শহীদ দিবস কেন্দ্রিক বিশেষ বার্তা মমতার!

 

Technology

1 year ago

Electronic Devices: পিচগলা গরমে আগুন ধরতে পারে মোবাইল-ল্যাপটপে! জানুন সুরক্ষিত রাখার উপায়

Mobile-laptop can catch fire in hot summer! Learn how to stay safe
Mobile-laptop can catch fire in hot summer! Learn how to stay safe

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গরমে পুড়ছে দেশের বিভিন্ন প্রান্ত। দিল্লিতে (Delhi) সর্বকালীন রেকর্ড গড়েছে গরম। পিছিয়ে নেই বাংলাও। একটানা ৪০ ডিগ্রির উপর তাপমাত্রা ধরে রেখে ৫০ বছরের রেকর্ড ভেঙেছিল কলকাতা (Kolkata)। নাজেহাল দশা সাধারণ মানুষের। তবে কাজ তো করতেই হবে। এখন কাজের প্রধান ভরসা কম্পিউটার, ল্যাপটপ (Laptop)। সারাক্ষণের সঙ্গী মোবাইল ফোন তো আছেই। এই গরমে অতিরিক্ত ব্যবহারে বৈদ্যুতিন এই যন্ত্রগুলিও গরম হয়ে ওঠে। মোবাইল গরম হয়ে বিস্ফোরণ ঘটেছে, এমন খবরও সামনে এসেছে। একই হাল ল্যাপটপ, কম্পিউটার (Computer) থেকে শুরু করে এসি, কুলারেরও। এই গরমে কীভাবে খেয়াল রাখবে এসব ইলেকট্রনিক ডিভাইসের? চলুন জেনে নেওয়া যাক।

ফোন, ল্যাপটপ বা কম্পিউটার অতিরিক্ত গরম হলে কী করবেন:

১. মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করতে গিয়ে যদি মনে হয় ডিভাইসটি অতিরিক্ত গরম হচ্ছে, তাহলে ব্যবহার বন্ধ রাখুন। চার্জে বসিয়ে কাজ না করাই ভালো। হয় তাহলে চার্জ থেকে খুলে ফেলুন। এতে ডিভাইসটির ব্যাটারি ও সফটওয়্যার ঠান্ডা হওয়ার সময় পাবে।

২. মোবাইল ফোন (Mobile Phone) যদি গরম হতে থাকে, সবার প্রথমে উচিত ব্রাইটনেস কমানো। ফোনটির ফ্লাইটমোড অপশন চালু করলে মোবাইলের তাপমাত্রা কমতে থাকবে।

৩. সরাসরি রোদ থেকে ডিভাইসগুলিকে দূরে রাখাই শ্রেয়। যতটা সম্ভব ঠান্ডা জায়গায় রেখে ব্যবহার করা উচিত। মোবাইল ফোনের ক্ষেত্রে কভারটি খুলে দিতে পারেন। ল্যাপটপ গরম হলে তা উলটো করে রাখলেও কিছুটা ঠান্ডা হবে ডিভাইসটি।

৪. বিশেষ করে ল্যাপটপ, টিভির ক্ষেত্রে অতিরিক্ত কুলিং প্যাড লাগাতে পারেন। তাতে সেই ফ্যানগুলি ডিভাইসগুলিকে ঠান্ডা রাখতে পারবে।

ডিভাইসে যদি আগুন ধরে যায় তাহলে কী করবেন:

১. আগুন লাগার পরে যদি সম্ভব হয়, তাহলে প্লাগ থেকে ডিভাইসটির চার্জার খুলে দিন। বড় কোনও ইলেকট্রনিক যন্ত্র হলে সবার আগে প্রধান সুইচটি বন্ধ করে দিন।

২. যদি আগুনের তীব্রতা কম হয় ও নিজেই নিয়ন্ত্রণে আনার মতো হয় তাহলে তা নেভানোর চেষ্টা করুন। তবে ভুলেও জল ব্যবহার করবেন না। কারণ, জল বিদ্যুতের সুপরিবাহী হিসাবে কাজ করে। যা বড় ক্ষতি ডেকে আনতে পারে।

৩. যদি আগুন ছড়িয়ে পড়ে ও আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে কোনও ঝুঁকি না নিয়ে দমকল বা আপৎকালীন নম্বরে ফোন করুন।

৪. আগুন লাগা ডিভাইসটি ব্যবহার না করাই ভালো। পরবর্তীতে তা থেকে বড় ক্ষতির সম্ভাবনা থাকে।

You might also like!