Technology

9 months ago

Google Chrome: বাংলায় Google Chrome ব্যবহার করতে জানেন? শিখে নিন চটপট

Google Chrome(Symbolic Picture)
Google Chrome(Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সারা বিশ্বে সর্বাধিক ব্যবহৃত ওয়েব ব্রাউজার হল ক্রোম। প্রতিদিন অসংখ্য মানুষ অনলাইনে নিজেদের যাবতীয় কাজের জন্য গুগল ক্রোম ব্যবহার করেন। তাঁদের মধ্যে কিছু এমন মানুষ তো অবশ্যই থাকেন, যাঁরা ইংরেজি ভাষায় খুব একটা সড়গড় নন। কিন্তু তাঁদের হয়তো জানা নেই যে, নিজের আঞ্চলিক ভাষাতেও গুগল ক্রোম চালাতে পারেন তাঁরা। এবং সেখান থেকে সার্ফিং, সার্চিং সবকিছুই বাংলায় করতে পারেন।

উল্লেখ্য, হিন্দি, বাংলা থেকে শুরু করে দেশের আরও বেশ কিছু আঞ্চলিক ভাষার সাপোর্ট রয়েছে গুগল ক্রোমে। কম্পিউটার, স্মার্টফোন সহ অন্যান্য সব ডিভাইসেই গুগল ক্রোমে আপনার আঞ্চলিক ভাষা আপনি ব্যবহার করতে পারেন। কম্পিউটার, অ্যান্ড্রয়েড বা iOS স্মার্টফোন থেকে ডিফল্ট ক্রোম ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনার আঞ্চলিক ভাষা কীভাবে সেট করবেন, সেই পদ্ধতি জেনে নিন। 

* প্রথমে আপনার কম্পিউটার থেকে গুগল ক্রোম খুলুন।


* থ্রি ডটস অপশনে ক্লিক করে চলে যান সেটিংসে।


* বাঁ-দিকে ল্যাঙ্গুয়েজ অপশনে ক্লিক করুন।


* প্রেফার্ড বা পছন্দের ভাষার অপশন থেকে ‘More’ বাটনে ক্লিক করুন।


* যদি বাংলা ভাষা দেখতে না পান, তাহলে ‘Add Languages’ অপশনে ক্লিক করুন।


* সেখান থেকে ডিসপ্লে গুগল ক্রোম অপশনে ক্লিক করুন।


* এই অপশনটি কেবলই উইন্ডোজ় কম্পিউটারে দেখতে পাবেন।


* ক্রোম রিস্টার্ট করুন, তাহলেই দেখবেন পরিবর্তনগুলি হয়ে গিয়েছে।


Android স্মার্টফোনে গুগলের ক্রোমের ভাষা বাংলা করবেন কীভাবে


* আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে গুগল ক্রোম খুলুন।


* অ্যাড্রেস বারের ডান দিকে থ্রি ডটস অপশন দেখতে পাবেন। সেখান থেকে সেটিংস অপশন ও পরবর্তীতে ল্যাঙ্গুয়েজেস-এ চলে যান।


* ক্রোম ল্যাঙ্গুয়েজ অপশন থেকে আপনার এই মুহূর্তের ভাষাটি বেছে নিন।


* তালিকা থেকে দেখে নিন বাংলা ভাষা, সেটি সিলেক্ট করুন। যদি না থাকে, তাহলে ডাউনলোড করে নিন।


* ডাউনলোড হয়ে গেলেই ‘ল্যাঙ্গুয়েজ রেডি’ অপশন থেকে বাংলা ভাষা সিলেক্ট করুন। ব্যস, এবার আপনি ক্রোম থেকে বাংলায় সব কাজ করতে পারবেন।

You might also like!