Technology

9 months ago

মাত্র 1499 টাকা দামে লঞ্চ হল Itel it5330

Itel it5330
Itel it5330

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ Itel ভারতে একটি চমৎকার ফিচার ফোন লঞ্চ করেছে, যার নাম Itel it5330। এই ফিচার ফোনে গ্লাস বডি ফিনিশ ডিজ়াইন দেওয়া হয়েছে। রয়েছে একটি 2.8 ইঞ্চির চমৎকার ডিসপ্লে এবং একটি আলফানিউমেরিক কিপ্যাড। এছাড়া এই ফোনের অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে সিঙ্গেল লেন্স রিয়ার ক্যামেরা এবং ওয়্যারলেস FM।

Itel it5330 এর দাম ও সেল

কোম্পানির পক্ষ থেকে লেটেস্ট Itel it5330 ফোনটি মাত্র 1,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে।

এই ফোনটি ব্লু, লাইট ফ্রীন, লাইট ব্লু এবং ব্ল্যাক কালারে সেল করা হবে।

কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি সমস্ত রিটেইল স্টোর থেকে এই ফোন কেনা যাবে।

Itel it5330 এর স্পেসিফিকেশন

Itel it5330 ফিচার ফোনে গ্লাস ফিনিশ ফ্ল্যাট ডিজাইন দেওয়া হয়েছে। এই ফোনের থিকনেস মাত্র 11.11mm।

এই ফিচার ফোনে 2.8 ইঞ্চির কিউভিজিএ ডিসপ্লে রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে 1900mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি 12 পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম।

এই ফোনটি ইংলিশ, হিন্দি, বাংলা, পাঞ্জাবি, গুজরাটি, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড়ের মতো বিভিন্ন ভারতীয় ভাষা সাপোর্ট করে।

বিনোদনের জন্য এই ফোনে ওয়্যারলেস এফএম রেডিও যোগ করা হয়েছে।

এই ফোনে অটো কল রেকর্ডিং এবং কিং ভয়েস ফিচার রয়েছে।

এতে ডুয়েল সিম স্লট এবং 3.5mm অডিও জ্যাক দেওয়া হয়েছে।

ডেটা স্টোর করার জন্য এই ফোনে 32GB পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করা যায়।

জানিয়ে রাখি Itel it5330 ফোনে শুধুমাত্র 2G নেটওয়ার্ক সাপোর্ট করে, ফলে এই ফোনে জিও 4G সিম ব্যাবহার করা যায় না।


You might also like!