Technology

9 months ago

নববর্ষের পরেই ভারতে লঞ্চ হবে iQOO Neo 9 Pro

iQOO Neo 9 Pro
iQOO Neo 9 Pro

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী ২৭ ডিসেম্বর চীনে iQOO Neo 9 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ হতে চলেছে৷ ভিভোর অধীনস্থ এই ব্র্যান্ডটি দুটি নতুন ফোন আনবে বলে ঘোষণা করেছে – স্ট্যান্ডার্ড iQOO Neo 9 এবং টপ-এন্ড iQOO Neo 9 Pro৷ চীনে লঞ্চের আগেই এখন ভারতে ফোনগুলির লঞ্চ টাইমলাইন ফাঁস হয়ে গিয়েছে৷ একইসাথে iQOO Neo 9 Pro-এর ভারতীয় ভ্যারিয়েন্টের কিছু ডিটেইলস সামনে এসেছে।

আইকো অফিশিয়ালি নিশ্চিত করেছে, নিও ৯ প্রো-এর চীনা ভ্যারিয়েন্টটি ডাইমেনসিটি ৯৩০০ চিপসেট এবং স্ট্যান্ডার্ড মডেলটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেটে চলবে৷ তবে ভারতীয় সংস্করণে আর কি কি পরিবর্তন করা হতে পারে, তা এই মুহূর্তে অজানা। চলুন আইকো নিও ৯ সিরিজের স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।

iQOO Neo 9 সিরিজের  স্পেসিফিকেশন

ডিসপ্লে: লিক অনুযায়ী iQOO Neo 9 এবং iQOO Neo 9 Pro ফোনে 6.78 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5কে রেজোলিউশন ও 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করতে পারে।

প্রসেসর: সিরিজের ভ্যানিলা মডেল Neo 9 ফোনে স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট থাকবে অন্যদিকে iQOO Neo 9 Pro ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 9300 প্রসেসর দেওয়া হবে বলে কনফার্ম জানানো হয়েছে।

স্টোরেজ: iQOO Neo 9 সিরিজের ফোনে 12GB RAM+256GB স্টোরেজ, 16GB RAM+256GB স্টোরেজ, 16GB RAM+512GB স্টোরেজ এবং 16GB RAM+1TB স্টোরেজ দেওয়া হতে পারে।

ক্যামেরা: লিক থেকে জানা গেছে নিও সিরিজের দুটি ফোনেই OIS সাপোর্টেড রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হতে পারে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে।

ব্যাটারি: দুটি ফোনেই 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এর মধ্যে Neo 9 Pro ফোনে 120 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

ওএস: উভয় স্মার্টফোন অ্যান্ড্রয়েড 14 ও অরিজিন ওএসের সঙ্গে পেশ করা হতে পারে।


You might also like!