Technology

1 month ago

Hero Karizma XMR 210 : বাজার কাঁপাতে আবারও আসলো হিরো ক্যারিশমার নতুন বাইক, Karizma XMR 250 থাকছে দুর্দান্ত ফিচার

Hero Karizma XMR 210
Hero Karizma XMR 210

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাইকপ্রেমীদের জন্য অপেক্ষা করছে একের পর এক সুখবর। বহুদিন বাদে ফিরছে Hero Karizma। একসময় স্টাইলিশ বাইকের মধ্যে নজরকাড়া ছিল Hero Karizma-র মডেলগুলি। পরের মাসেই সেই সিরিজের নতুন বাইক লঞ্চ করতে চলেছে হিরো।নতুন ইঞ্জিনের সঙ্গে Karizma XMR 250 যে লঞ্চ হতে পারে সেই বিষয়ে আগেই জানিয়েছি আপনাদের

ডিজাইন

 বর্তমান হিরো কারিজমা এক্সএমআর নিঃসন্দেহে একটি সুন্দর দেখতে মোটরসাইকেল। ফেয়ারিং থেকে টেল সেকশন পর্যন্ত স্পোর্টি ও মডার্ন ডিজাইন রেখেছে কোম্পানি। পেটেন্ট ছবি অনুযায়ী, নতুন হিরো কারিজমা এক্সএমআর ২৫০ মডেলেও সেই স্টাইল বজায় থাকবে। তবে ডিজাইন আরও অ্যাগ্রেসিভ হবে। সুপারস্পোর্টস বাইকের মতো এতে এরোডাইনামিক উইংলেট ও আপসাইড ডাউন ফোর্ক থাকবে।

 বড় ও পাওয়ারফুল ইঞ্জিন

 নাম শুনেই বোঝা যাচ্ছে, নতুন কারিজমা এক্সএমআর ২৫০ আরও বড় ইঞ্জিন দ্বারা পরিচালিত হবে। সেটি ২৫০ সিসির, লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন হবে। বর্তমান মডেলের তুলনায় অনেক বেশি পাওয়ার ও টর্ক উৎপাদনে সক্ষম হবে এটি। ইঞ্জিনটি সিক্স স্পিড গিয়ারবক্সের সঙ্গে লিঙ্ক করা থাকবে।

হার্ডওয়্যার

 কারিজমা এক্সএমআর ২৫০ মডেলটির চ্যাসিসেও মেজর আপগ্রেড দেখা যাবে বলে আশা করা যায়। পিছনে মনোশক সাসপেনশন অপরিবর্তিত থাকলেও সামনে টেলিস্কোপিক ফর্কের জায়গায় আপসাইড ডাউন ফর্ক থাকতে পারে। ফ্রন্টে ডিস্ক ব্রেকটি হবে ৩২০ মিমি ইউনিট, যেখানে বর্তমান মডেলের সামনের চাকায় ৩০০ মিমি ডিস্ক ব্রেক উপস্থিত।

 দাম ও কবে লঞ্চ হতে পারে 

বর্তমানে হিরো কারিজমা এক্সএমআর এর দাম ১.৮০ লক্ষ টাকা (এক্স-শোরুম) শুরু হচ্ছে। বাইকটির ২৫০ সিসি ভার্সনের দাম ২ থেকে ২.১০ লক্ষ টাকার মধ্যে থাকবে বলে আশা করা যায়। নভেম্বরে ইতালির মিলান মোটরসাইকেল শো বা EICMA-তে এটি আত্মপ্রকাশ করতে পারে।

You might also like!