Technology

9 months ago

Google Settlement: গুগল করেন নিয়মিত? আপনার অ্যাকাউন্টেও ঢুকতে পারে কোটি কোটি ডলার

Google
Google

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আপনি কি মাঝেমধ্যেই দ্বারস্থ হন গুগলবাবার দরবারে? বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আপনার প্রধান ভরসা গুগল সার্চ? আপনার জন্য তাহলে একটা দুর্দান্ত সুখবর আছে। আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারে কোটি কোটি টাকা৷

অবিশ্বাস্য মনে হচ্ছে তো? কিন্তু এটাই সত্যি। অন্য কেউ নয়, খোদ গুগল কর্তৃপক্ষ জানিয়েছেন এই সংবাদ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আড়াই কোটি মার্কিন ডলারের একটি অংশ গুগল ব্যবহারকারীদের দেওয়া হবে।

কিন্তু বিষয়টা ঠিক কী, তা জানলে চোখ কপালে উঠতে পারে। গুগলের বিরুদ্ধে উঠেছে বড় অভিযোগ। ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত যাঁরা গুগল সার্চ ইঞ্জিনের সাহায্যে কিছু খুঁজেছেন বা গুগল প্লেস্টোর থেকে কিছু ডাউনলোড করেছেন, তাঁদের অনুমতি না নিয়েই নাকি গুগ্‌ল সেই তথ্য এবং ‘সার্চ হিস্ট্রি’ তৃতীয় কোনও সংস্থা বা ওয়েবসাইটের সঙ্গে শেয়ার করেছে। এই নিয়ে মামলা হয়েছে। এই নিষ্পত্তির জন্য গুগলকে বিরাট অঙ্কের অর্থ দিতে হচ্ছে।

গুগল অবশ্য জানিয়েছে, তারা কখনওই কোনও ব্যবহারকারী ব্যক্তিগত তথ্য কোথাও ফাঁস করেনি। শুধুমাত্র মামলার নিষ্পত্তির জন্য প্রায় আড়াই কোটি আমেরিকান ডলার দিতে রাজি হয়েছে। এই বিরাট অঙ্কের ডলারের একটি অংশ পাবেন ব্যবহারকারীরা।

You might also like!