Technology

9 months ago

নতুন ফিচার সহ Google Pixel স্মার্টওয়াচে এল ডিসেম্বরের বড় আপডেট

Google Pixel smartwatch
Google Pixel smartwatch

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গুগল পিক্সেল ওয়াচ (Google Pixel Watch) নিয়ে বিগত কয়েক দিন ধরেই একাধিক জল্পনা শোনা গিয়েছে। এর আগে জানা গিয়েছিল, ২০২১ সালের জানুয়ারি মাসেই গুগল পিক্সেল ৬ ফোনের সঙ্গে লঞ্চ হতে পারে গুগল পিক্সেল ওয়াচ। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। সম্প্রতি একটি নতুন রিপোর্ট থেকে জানা গিয়েছে, প্রথম ইন-হাউস স্মার্টওয়াচ নিয়ে কাজ করছে গুগল, যা ২০২২ সালেই লঞ্চ করবে। গুগল-এর এই হাতঘড়ির কোডনেম ‘রোহন’ এবং গুগল পিক্সেল হার্ডওয়্যার গ্রুপের সাহায্যেই তৈরি করা হয়েছে এই স্মার্টওয়াচ। গুগল-এর প্রথম স্মার্টওয়াচে দেওয়া হতে পারে গুগল স্মার্টওয়াচ সফ্টওয়্যারের নতুন ভার্সন। গুগল-এর আসন্ন এই স্মার্টওয়াচ অ্যাপল ওয়াচের সঙ্গে জোরদার টক্কর দিতে চলেছে। ইতিমধ্যেই ডিসেম্বরের আপডেট নিয়ে এসেছে। এই আপডেটের সাথে একাধিক নতুন ফিচার পাওয়া যাবে। এখন আবার Google তাদের প্রথম ও দ্বিতীয় স্মার্টওয়াচের জন্য এই মাসের আপডেট নিয়ে হাজির হল।

Google Pixel Smartwatch পাচ্ছে ডিসেম্বরের আপডেট

পিক্সেল ওয়াচের জন্য আসা এই আপডেটের ভার্সন নম্বর TWD9.231205.001। এর মাধ্যমে ওয়াচগুলিতে ডু নট ডিস্টার্ব ও বেডটাইম মোড পাওয়া যাবে। এর পাশাপাশি নতুন ওয়াচ ফেসও যুক্ত হবে।

এছাড়া Pixel Watch 2-এ যে ছবির সমস্যা দেখা গিয়েছিল তাও এই আপডেটে সমাধান করা হয়েছে। সাথে ডিসম্বরের সিকিউরিটি প্যাচও পাবে ওয়াচ দুটি।

শুধু তাই নয়, নতুন আপডেটের মাধ্যমে পিক্সেল ওয়াচে যুক্ত হবে কল স্ক্রিন ফিচার। তবে এই সুবিধা আপাতত আমেরিকায় পাওয়া যাবে। এই ফিচারের মাধ্যমে দ্রুত ওয়াচের মাধ্যমে কল ধরা বা মেসেজের উত্তর দেওয়া যাবে।


You might also like!