Breaking News
 
Giriraj Singh on Mamata Banerjee: :‘বিহার জিতছি, এবার বাংলা টার্গেট’, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের হুঙ্কার; পাল্টা মুখ খুলল তৃণমূলও Bihar Assembly ElectionLIVE UPDATE: ভোটের ফলে মুখ থুবড়ে পড়ল তেজস্বী যাদব! আরজেডির গড়েই পিছিয়ে লালুপুত্র, কংগ্রেসের ভরাডুবি Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে

 

Technology

2 years ago

Ola Electric to Launch S1X: ইলেকট্রিক স্কুটার লঞ্চের সম্ভাবনা স্বাধীনতা দিবসে, দাম

Ola Electric to Launch S1X
Ola Electric to Launch S1X

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কোম্পানির পক্ষ থেকে একের পর এক বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করা হচ্ছে। কয়েকদিন আগেই কোম্পানিটি S1 Air নামে একটি মডেল লঞ্চ করেছিল। কিন্তু আবার চলতি মাসে আরেকটি মডেল লঞ্চের উদ্যোগ নিচ্ছে এই সংস্থা। একটি সংবাদ সংস্থার রিপোর্ট অনুসারে, ইলেকট্রিক বাইক উৎপাদনকারী এই সংস্থা S1X নামে একটি বৈদ্যুতিক স্কুটার লঞ্চের পরিকল্পনা করছে।

ওয়াকিবহাল মহলের মতে, এই বাইক একটি এন্ট্রি লেভেল মডেল হতে পারে। স্কুটারটির দাম এক লক্ষেরও কম হওয়ার সম্ভাবনা রয়েছে। 15 আগস্ট স্বাধীনতা দিবসের দিন ওলার পক্ষ থেকে S1X লঞ্চ করা হবে অনুমান বিশেষজ্ঞদের। তবে ওলার পক্ষ থেকে এখনও পর্যন্ত S1X সম্পর্কে কোনও তথ্য জানানো হয়নি। প্রায় 100 কিলোমিটারের রেঞ্জ এই বাইকে মিলবে বলে সূত্রের খবর। ওলার বর্তমানে ইলেকট্রিক স্কুটারের মডেলগুলির মধ্যে রয়েছে S1 Pro, S1 এবং S1 এয়ার ইলেকট্রিক।

জানা গিয়েছে, S1 লাইনআপের বৈদ্যুতিক স্কুটারগুলিতে রয়েছে দুর্দান্ত ফিচার। নতুন ডিজাইন, অত্যাধুনিক প্রযুক্তি এবং দুর্দান্ত পারফর্ম্যান্স মেলে এই বৈদ্যুতিক স্কুটারগুলিতে। সম্প্রতি চালু হয়েছে S1 Air। এই মডেলটি S1 এবং S1 Pro -এর মতো আগের বাইকগুলির মতোই। এই মডেলে অত্যাধুনিক প্রযুক্তি এবং ডিজাইন রয়েছে। এই মডেলের ব্যাটারির তিন কিলোওয়াট ক্ষমতা রয়েছে। এটি 125 কিলোমিটারের রেঞ্জে রয়েছে। এই বাইকের সবচেয়ে বেশি গতি প্রতি ঘণ্টায় 90 কিলোমিটার।

এদিকে ওলা ইলেকট্রিক নিয়ে বাজারে হইচই শুরু হয়েছে আরও একটি কারণে। এই সংস্থা 2024 সালে আইপিও-র মাধ্যমে অর্থ সংগ্রহের পরিকল্পনা করছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, সংস্থাটির পরিচালন বিভাগে প্রায় 136 মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এদিকে কোম্পানির আয়ের পরিমাণ ছিল 335 মিলিয়ন ডলার। অর্থাৎ সংস্থাটির আয় বিশেষজ্ঞদের অনুমানের তুলনায় নীচে রয়েছে। 2022-23 আর্থিক বছরে এই সংস্থার বৈদ্যুতিক স্কুটার বিক্রির পরিমাণ ছিল দেড় লক্ষ।

উল্লেখ্য, 2023 আর্থিক বছরের প্রথম দুই মাসে ওলার আয় অনেকাংশে বেড়েছে বলে এই সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, তাদের আয়ের পরিমাণ ওই দুই মাসেই 500 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। বছরের শেষে এটি এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পদ ব্যবস্থাপনা সংস্থা Vanguard ওলাতে তাদের শেয়ার হোল্ডিংয়ের পরিমাণ অর্ধেকেরও বেশি হ্রাস করেছে। 2021 সালের শেষের দিকে ভবিশ আগরওয়ালের মূল্য 7.3 বিলিয়ন ডলার থেকে প্রায় 3.5 বিলিয়ন ডলারে নেমে এসেছে।


You might also like!