Technology

9 months ago

AI Conference:এআই কনফারেন্স : ১২ ডিসেম্বর দিল্লিতে শুরু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত শিখর সম্মেলন

AI Conference
AI Conference

 

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর : নতুন দিল্লিতে ১২ ডিসেম্বর, মঙ্গলবার শুরু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত শিখর সম্মেলন গ্লোবাল পার্টনারশিপ অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই সম্মেলনে ইউথ ফর উন্নতি অ্যান্ড বিকাশ উইথ-এআই কর্মসূচী তুলে ধরবে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। ভবিষ্যতের জন্য কর্মশক্তিকে যোগ্য করে তুলতে যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ করে তোলার এই কর্মসূচি, তার দায়বদ্ধতা ও অভিনবত্বের জন্য অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে।

এটি তৈরি হয়েছে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীন ন্যাশনাল ই গভর্নেন্স ডিভিশন এবং ইন্টেল ইন্ডিয়ার যৌথ সহযোগিতায়। মন্ত্রক জানিয়েছে, উথ ফর উন্নতি অ্যান্ড বিকাশ উইথ-এআই-এর লক্ষ্য-অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর স্কুল পড়ুয়াদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকারী ও ডিজাইনার হয়ে উঠতে সাহায্য করা।

You might also like!